মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
ইন্টার্ন, ট্রেইনি ও বেসরকারি চিকিৎসকসহ সব ধরনের স্বাস্থ্যকর্মীদের জন্য সুসংগঠিত ও যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন কমিশনের সদস্যরা। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন তারা। এরমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ করেন।
‘স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য বেতন বোর্ড’-শিরোণামে মুখ্য সুপারিশের ১৬ নম্বরে বলা হয়েছে, “বাংলাদেশ স্বাস্থ্য কমিশনের অধীনে ইন্টার্ন চিকিৎসক, স্নাতকোত্তর ছাত্র-ছাত্রী (ভাতা), বেসরকারি চিকিৎসক, নার্স, ও সব ধরনের স্বাস্থ্যকর্মীদের জন্য একটি সুসংগঠিত এবং যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। এই কাঠামো প্রণয়ন করলে, কর্মীদের আর্থিক স্থায়িত্ব এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত হবে। মধ্য-মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এটি স্বাস্থ্য সেবা কর্মীদের জন্য দীর্ঘমেয়াদী উৎসাহ এবং কাজের পরিবেশের উন্নতি করতে সহায়তা করবে।”
প্ল্যাটফর্ম/এমইউএএস