আবারো শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের উপর হামলাঃ হামলাকারী হাজতে

রোগীর মৃত্যু কেন্দ্র করে আজ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালানো হয়। সকাল ৬ঃ৫৫ মিনিট ঠেকে ৭ঃ৩০ মিনিট পর্যন্ত এ হামলায় দু’জন ইন্টার্ন চিকিৎসক এবং একজন নার্স আহত হন। এসময় হাসপাতাল ভাংচুর, বাঁধা দিতে আসা অন্যান্য রোগী এবং তাঁদের এটেন্ডেন্টকেও মারধোর, আশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়। এ ঘটনায় আনুমানিক কয়েক লক্ষ টাকার সরকারি সম্পত্তি বিনষ্ট হয় এবং আহত চিকিৎসক এবং নার্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ক্লিনিকে সিজার অপারেশন পরবর্তী প্রচুর রক্তক্ষরণজনিত জটিলতা নিয়ে রীনা বেগম নামে একজন গৃহবধু গত ৬ অক্টোবর শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরেও পরবর্তীতে রোগীর হার্ট ফেইলরের কারণে আজ সকালে মৃত্যু বরণ করলে কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর আত্মীয় স্বজন চড়াও হয়। সর্বশেষ খবর অনুযায়ী, সরকারি কাজে বাঁধা দান, ভাংচুর, চিকিৎসক এবং সেবিকার উপর মারধোর সহ মোট ৪টি অপরাধে তিন জনকে আসামী করে হাসপাতালের পরিচালক মহোদয় বাদী হয়ে মামলা করেছেন এবং এ পর্যন্ত ৪ জন কে পুলিশ আটক করেছে।

এর আগে ইন্টার্ন চিকিৎসকগণ সম্মিলিত ভাবে প্রতিবাদ করে, প্রায় সাড়ে তিন ঘন্টা অতি জরুরী চিকিৎসা সেবা ব্যতীত সকল ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। হাসপাতালের সিনিয়র চিকিৎসকগণেরা ইন্টার্ন চিকিৎসকদের নানা দাবীর সাথে ঐক্যমত পোষণ করেন। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এটাই প্রমাণ করে যে চিকিৎসকরা কতটা অরক্ষিত। এ ব্যাপারে ইন্টার্ন চিকিৎসকদের দাবী দাওয়া মানা না হলে সারা বাংলাদেশের ইন্টার্ন চিকিৎসকরা একযোগে পরবর্তী কর্মসূচী দেবে বলে জানা যায়।
এখানে এজাহারের একটি কপি সংযুক্ত করা হলোঃ

12049385_169456553397520_4139561494732232449_n

ডক্টরস ডেস্ক

One thought on “আবারো শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নদের উপর হামলাঃ হামলাকারী হাজতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

বেঁচে থাক তোফায়েল বেঁচে থাক একটি স্বপ্ন

Sat Oct 10 , 2015
তোফায়েল ইচ্ছের কুঁড়ি, অনর্গল ঢেউ , তোফায়েলের চোখ ভরা রঙিন স্বপ্ন৷যে চোখে স্বপ্ন ছিল মানুষের সেবা করার। সে স্বপ্ন এখন ধূসর হয়ে আসছে। তোফায়েল আমার বন্ধু, ব্যাচমেট। রংপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের (এম বি বি এস ৪৪ তম ব্যাচ) শিক্ষার্থী। যে চোখে স্বপ্ন ছিল রুগ্ন মানুষকে সুস্হ করার। অদৃষ্টের পরিহাসে […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo