প্ল্যাটফর্ম নিউজ, ১৯ অক্টোবর, ২০২০, সোমবার
গত ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর, ২০২০ অনুষ্ঠিত হল 17th WONCA Rural Health Conference 2020

আন্তর্জাতিক এই কনফারেন্স যথারীতি ১৪- ১৯ এপ্রিল, ২০২০ ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারিতে তা পিছিয়ে যায়। পরবর্তীতে কনফারেন্সটি অনলাইনে আয়োজন করার সিদ্ধান্ত নেন আয়োজকরা। এরই প্রেক্ষিতে, প্রফেসর ডা. জাকিউর রহমানের (বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ) সভাপতিত্বে গত ১৬ অক্টোবর, ২০২০ ব্রাক্ষণবাড়িয়া মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিকেল ৩ টায় সংক্ষিপ্ত পরিসরে উদ্বোধন আয়োজনের মাধ্যমে ৩ দিন ব্যাপী কনফারেন্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর বিকেল ৪ টায় জুম অনলাইন কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল  কলেজের ৪র্থ  বর্ষের ছাত্র মঈন উদ্দীন তুষারের উপস্থাপনায় শুরু হয় মূল আলোচনা। 

আলোচনায় অনলাইনে যুক্ত ছিলেন ডা. আবু সাঈদ (প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ),  ডা. জন ওয়াইন জন্স, (চেয়ারম্যান, World Rural WONCA)। আলোচনায় আরো যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ  বিগ্রেঃ জেনাঃ (অব) মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর ডা. মামুন আল মাহতাব (চেয়ারম্যান, হেপাটোলজি বিভাগ, বিএসএমএমইউ), প্রফেসর কানু বালা,  প্রফেসর সৈয়দ মোদাসসের আলী সহ প্রমুখ। আলোচনায় বাংলাদেশের  গ্রামীণ স্বাস্থ্যসেবা, প্রাথমিক চিকিৎসা বিষয়ে বর্তমান পরিস্থিতি, সরকারের ভূমিকা এবং অগ্রগতি নিয়ে বক্তারা আলোচনা করেন। 

আলোচনা অনুষ্ঠানের শেষ দিন ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যেম কনফারেন্সটি শেষ হয়।
প্রতিবেদক/ আয়েশা মজুমদার


