বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আগুনের ঘটনায় রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন। অনেক রোগীকে সোহরাওয়ার্দী ছেড়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চলে যেতে দেখা যাচ্ছে।
সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, হাসপাতালে ১৫ শতাধিক রোগী ছিল। তারা আগুন লাগার পর বেরিয়ে এসেছেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ভবনে যত রোগী ছিল সবাইকে বাইরে আনা হয়েছে। ছাত্র, ডাক্তার, নার্স ও রোগীর স্বজনের সহযোগিতায় রোগীদের বাইরে আনা সম্ভব হয়েছে। ভেতরে আর কোনও রোগী নাই বলে জানান তিনি।
Next Post
বুকে ব্যথা: বিলম্বে বিপদ সংকেত
Sat Feb 16 , 2019
হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। বয়স তিরিশ হলে বুকে বা বুকের আশেপাশে যে কোন ধরণের ব্যথা বা অস্বস্তি হলে সেটা প্রথমে ধরে নিতে হবে হার্টের ব্যথা। কারণ হার্টের ব্যথা অন্য কোনো ব্যথা থেকে বিশেষ গুরুত্বপূর্ণ । এজন্য গুরুত্বপূর্ণ যে, হার্টের সমস্যায় মৃত্যু ঝুঁকি অনেক […]

You May Like
-
5 years ago
করোনা যুদ্ধে সুস্থ হয়ে ফিরলেন ফটিকছড়ির চিকিৎসক!
-
10 years ago
পেশাজীবী আন্দোলন ও পরবর্তী কর্মসূচী
-
3 years ago
শিক্ষার্থীরা নায্য দাবি চাওয়াতে কতৃপক্ষের হুমকি