April 9, 2019 3:49 pm
প্রকাশকঃ ওয়েব টিম
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুরে গতকাল রাত্রি কালীন রাউন্ডের সময় হামলা, আজ কর্মবিরতি!
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর এ গতকাল ৮-৪-১৯ ইং তারিখে মেডিসিন বিভাগে রাত্রি কালীন রাউন্ড (রাত ১১ঃ৩০)চলাকালে সিএ এবং ইন্টার্নদের উপর হামলা।
আজ সকাল ৮টা থেকে দুপুর ৩টা কর্মবিরতি।
এক সূত্রে জানা যায়, হামলাকারীদের পুলিশ নিয়ে যায় রাতে, তারপর শোনা ঘটনা ওদের মুক্তি ও দেয়া হয়ে গেছে।
রোগীর লোকের অভিযোগ- যক্ষার চিকিৎসায় সকালে ৪টা ট্যাবলেট কেন?? উল্লেখ্য, রোগী টিউবারকুলার মেনিনজাইটিস এর রোগী।
Dr. Nazmus Sakib
MRMC-21st
session:2011-12
পাঠকদের মন্তব্যঃ ( 0)
আরও খবর
Advertisement
Advertisement
Advertisement