রেনিটিডিন জাতীয় ঔষধ বাজারতজাতকরণ সম্পর্কে গণবিজ্ঞপ্তি

সম্প্রতি মেসার্স সারাকা ল্যাবরেটরীজ লিঃ, ভারতের রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল দ্বারা উৎপাদিত রেনিটিডিন জাতীয় ঔষধে N-nitrosodimethylamine (NDMA) সনাক্ত হওয়ায় উক্ত রেনিটিডিন জাতীয় সকল ডোসেজ ফর্মের ঔষধ উৎপাদন, বিক্রয় ও বিতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উক্ত ঔষধগুলো আগামী ৯/১০/২০১৯ তারিখের মধ্যে বাজার হতে Voluntary Recall করে ব্যাচ নাম্বার ও পরিমাণ উল্লেখপূর্বক ঔষধ প্রশাসন অধিদপ্তরকে অবহিত করার জন্য বলা হয়েছে।

২ অক্টোবর ২০১৯ প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে:
(ক) মেসার্স সারাকা ল্যাবরেটরীজ লিঃ, ভারত এর কাঁচামাল দ্বারা উৎপাদিত বানিজ্যিক নামের ঔষধগুলো হল:
১. Xantid
২. Ranidin
৩. Antac
৪. Zorep
৫. Astac
৬. Biotid
৭. Tinadin
৮. Detac
৯. Ulcar
১০. Renete
১১. G-Ranitidin
১২. Ultradin
১৩. Protec-R
১৪. Ranid
১৫. Ranigen
১৬. Rhine
১৭. HT-Tac
১৮. Inseac
১৯. Normacid
২০. Uleitid
২১. Ranicon
২২. Ranidil
২৩. Inran
২৪. Mystin-R
২৫. Rectac-R
২৬. Reno
২৭. Nonna-H
২৮. Neotack
২৯. Xardin
৩০. Neocetin-R
৩১. Duran
৩২. Recodin
উক্ত বানিজ্যিক নামের ঔষধ গুলো বাজারজাত করা যাবে না।

(খ) মেসার্স সারাকা ল্যাবরেটরীজ লিঃ, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত হতে আমদানিকৃত উভয় প্রতিষ্ঠানের রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল দ্বারা উৎপাদিত রেনিটিডিন জাতীয় ঔষধগুলোর বানিজ্যিক নাম হল:
১. Neoceptin R
২. Acin
৩. Peptil-H
৪. Ranitor
৫. Ranison
৬. Ranitidine(EDCL)
উক্ত বানিজ্যিক নামের ঔষধগুলোর মধ্যে যেসকল ঔষধ মেসার্স সারাকা ল্যাবরেটরীজ লিঃ, ভারত এর কাঁচামাল দ্বারা উৎপাদিত ও বাজারজাতকৃত, সেগুলো সম্পর্কে আগামী ৯/১০/২০১৯ তারিখের মধ্যে বাজার হতে Voluntary Recall করার পর সিদ্ধান্ত প্রদান করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত বানিজ্যিক নামের ঔষধ গুলো বাজারজাত/সরবরাহ করা যাবে না।

(গ) মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত এবং মেসার্স ওরচেভ ফার্মা প্রাইভেট লিঃ, ভারত প্রতিষ্ঠানের কাঁচামাল দ্বারা উৎপাদিত বানিজ্যিক নামের ঔষধগুলো হল:
১. Ranitack
২. Zetidin
৩. Ranitidine (Albion)
৪. Rani
৫. Amuran
৬. Ranpex
৭. H2
৮. Aceptin-R
৯. Rantid
১০. Bedine
১১. Bentid
১২. Neopep
১৩. Rani 150
১৪. Peptonil
১৫. Ranitidine R
১৬. Unitac
১৭. Gepin
১৮. Ranigut
১৯. Exac
২০. Neofasts
২১. H-Block
২২. Ranitac
২৩. Ceptin-R
২৪. Rantee
২৫. Neotid
২৬. Ranisyn
২৭. Ranims
২৮. Gastab
২৯. Ranicare
৩০. Ranbex
৩১. Rantop
৩২. Ranitid
৩৩. Off-H 150
৩৪. Peptidin
৩৫. Ortac
৩৬. Ravia
৩৭. Ranitidine 150
৩৮. Pretac
৩৯. Pritack
৪০. Rtidin
৪১. Zenil
৪২. Dugal
৪৩. Raidin
৪৪. Rantin
৪৫. Mucin R
৪৬. Resectin
৪৭. Sutac
৪৮. Anitid
৪৯. Wintack
৫০. Anti R
৫১. Veridin
উক্ত বানিজ্যিক নামের ঔষধ গুলো উৎপাদন ও বাজারজাতকরন স্থগিত করা হয় নি।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

Platform

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

"ন্যাশনাল গাইডলাইন অন থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট" প্রকাশিত

Sat Oct 5 , 2019
সম্প্রতি প্রকাশিত হল “ন্যাশনাল গাইডলাইন অন থ্যালাসেমিয়া ম্যানেজমেন্ট” যা থ্যালাসেমিয়ার অভিশাপ থেকে বাংলাদেশকে অনেকাংশে মুক্তি দিতে একটি বড় ভূমিকা পালন করতে যাচ্ছে। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিন গঠিত বংশগত রক্তের রোগ যাতে রক্তের অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। এতে আক্রান্ত ব্যাক্তি রক্তশূন্যতায় ভোগে এবং ব্যাক্তির বাকি জীবন […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo