বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে বরিশালে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ ।
আমাদের বরিশাল প্রতিনিধি ডাঃ আসিফ জানিয়েছেন, আমলাতন্ত্র নিপাত যাক, পেশাজীবী মুক্তি পাক। এই শ্লোগান নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রতিবাদ সভা। এতে বরিশাল বিভাগের সর্বোস্তরের ডাক্তার, কৃষিবিদ, প্রকৌশলী, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবী কর্মকর্তাগণ উপস্থিত আছেন। এতে সভাপতিত্ব করছেন বরিশাল বিএমএর সভাপতি ডা: ইসতিয়াক আহমেদ স্যার। মর্যাদা রক্ষার ছয় দফা দাবীর প্রেক্ষীতে তীব্র প্রতিবাদ ও সংগ্রামী বক্তব্য উপস্থাপন করছেন উপস্থিত পেশাজীবী প্রতিনিধিগন।
![বরিশালে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রতিবাদ সমাবেশ](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/12065868_916592501763357_5181035859044567645_n-280x210.jpg)
এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত সমাবেশের ছবি দেওয়া হল–
ছবি ঃ ডাঃ শাহ ইমরান
![সমাবেশ চলছে টাউন হল মাঠ, পাবনা ছবি ঃ জনাব মোঃ জহুরুল ইসলাম](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/12191918_449082071967241_3535064667245297654_n-210x210.jpg)
টাউন হল মাঠ, পাবনা
ছবি ঃ জনাব মোঃ জহুরুল ইসলাম
![প্রতিবাদ সমাবেশ. কাশিয়ানী. গোপালগঞ্জ। ছবি ঃ হোসেন মনোয়ার](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/12190792_415598375308206_3492656350482176_n-280x210.jpg)
ছবি ঃ হোসেন মনোয়ার
![প্রতিবাদ সমাবেশ, দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া। ছবি ঃ আশরাফুল ইসলাম তাজিন](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/11998950_1174907075872257_2303191994218334596_n-280x210.jpg)
ছবি ঃ আশরাফুল ইসলাম তাজিন
![দিঘলিয়া , খুলনা ছবি ঃ বদরুজ্জামান রুবেল](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/12193282_865028243616223_3364420234442300939_n-280x210.jpg)
ছবি ঃ বদরুজ্জামান রুবেল
![বিক্ষোভ সমাবেশ,জামালগন্জ, সুনামগন্জ ছবি ঃ জনাব নিলাক্সমি শেখর তালুকদার](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/11012585_841562582629371_7930532433188821674_n-280x210.jpg)
ছবি ঃ জনাব নিলাক্সমি শেখর তালুকদার
![দিনাজপুর ছবি ঃ জনাব আশরাফুল আমিন](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/12208458_924336414288230_2489141906899283029_n-158x210.jpg)
ছবি ঃ জনাব আশরাফুল আমিন
![মাদারিপুর সমাবেশ ছবি ঃ ডাঃমোহাম্মদ মেহেদী হাসান](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/1506721_10204940515580149_4522540764888389417_n-373x210.jpg)
ছবি ঃ ডাঃমোহাম্মদ মেহেদী হাসান
![ঝিনাইদাহ ছবি ঃ বি এম মনিরুল ইসলাম](https://www.platform-med.org/wp-content/uploads/2015/11/12191654_1079941835383996_8061846950076104385_n-280x210.jpg)
ছবি ঃ বি এম মনিরুল ইসলাম