October 15, 2016 10:18 pm
প্রকাশকঃ Banaful
রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো নতুন আরো একটি বিভাগ। আজ ১৫ অক্টোবর শনিবার মালিবাগস্থ হাসপাতালের ৪র্থ ও ৫ম তলায় উদ্বোধন হয় ডায়াবেটিক ও এন্ডোক্রাইন সেন্টার।
এ উপলক্ষে ফ্রি ডায়াবেটিক ক্যাম্পের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির সিওও ডা. নাজমুল হাসান জানান, নতুন বিভাগ চালু উপলক্ষে আজ রোগীদের বিনামূল্যে ডায়াবেটিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া ডায়াবেটিক রোগীদের ডাইটেশিয়ান (পুষ্টিবিদ) দ্বারা ফ্রি পরামর্শ প্রদান, ফ্রি রক্তের সুগার পরীক্ষা, সকল পরীক্ষায় ২০ শতাংশ ছাড়, দ্বিতীয় সাক্ষাৎকার ফ্রিসহ আরো কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়।
বিনামূল্যে ও বিশেষ ছাড়ে এসব চিকিৎসা দেন দু’জন বিশেষজ্ঞ ডা. মো. আল সাদী ও সামিরা খালেক সুকৃতি।
পাঠকদের মন্তব্যঃ ( 0)
আরও খবর
Advertisement
Advertisement
Advertisement