কোভিড- ১৯ঃ জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়া কুসংস্কারের তালিকা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম নিউজ, ০৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন কোভিড-১৯ এর কুসংস্কার নিয়ে মোট ৩০ টি সত্য পরামর্শ দিয়েছেন জনসাধারণের উদ্দেশ্য।

সত্য গুলি হচ্ছে –

১)  ভিটামিন এবং খনিজ সাপ্লিমেন্টস কোভিড- ১৯ নিরাময় করতে পারে না৷

২) গবেষণা থেকে দেখা যায় যে হাইড্রোক্সাইক্লোরোকুইন, কোভিড- ১৯ এর চিকিৎসার ক্ষেত্রে কোন ক্লিনিকাল সুবিধা রাখে না৷

৩) ব্যায়াম করার সময় মাস্ক না পরা, কারণ মাস্ক স্বাচ্ছন্দ্যে শ্বাস নেওয়ার ক্ষমতা হ্রাস করতে পারে, সাথে ব্যাকটেরিয়া বৃদ্ধি করে৷

৪) জুতায় কোভিড- ১৯ ছড়ানোর সম্ভাবনা খুব কম৷

৫) করোনা ভাইরাস ব্যাকটিরিয়া দিয়ে নয়, ভাইরাসের দিয়ে হয়ে থাকে৷

৬) মেডিকেল মাস্ক দীর্ঘায়িত ব্যবহারে কার্বন ডাইঅক্সাইড ইনটক্সিকেশন বা অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে না৷

৭) বেশির ভাগ মানুষই কোভিড- ১৯ থেকে সুস্থ হয়ে উঠেন৷

৮) অ্যালকোহল পান করা, আপনাকে কোভিড- ১৯ এর থেকে রক্ষা করে না বরং এটি বিপজ্জনক হতে পারে৷

৯) থার্মাল স্ক্যানার কোভিড- ১৯ শনাক্ত করতে পারে না৷

১০) বর্তমানে কোভিড- ১৯ এর চিকিৎসা বা প্রতিরোধের জন্য কোনো ওষুধ লাইসেন্স প্রাপ্ত নয়৷

১১) আপনার স্যুপ বা অন্যান্য খাবারে মরিচ যুক্ত করা কোভিড-১৯ প্রতিরোধ বা নিরাময় করে না৷

১২) কোভিড-১৯ হাউসফ্লাইসের মাধ্যমে সংক্রমণ হয় না৷

১৩) আপনার শরীরে ব্লিচ বা অন্য কোনো জীবাণুনাশক স্প্রে আপনাকে কোভিড-১৯ এর বিরুদ্ধে রক্ষা করবে না এবং এটি বিপজ্জনক হতে পারে৷

১৪) মিথানল, ইথানল বা ব্লিচ পান করা কোভিড- ১৯ প্রতিরোধ বা নিরাময় করে না, এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে৷

১৫) ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক কোভিড- ১৯ ছড়ায় না৷

১৬) নিজেকে সূর্যের কাছে এক্সপোস করা বা ২৫ ডিগ্রী সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রা আপনাকে কোভিড- ১৯ থেকে রক্ষা করে না৷

১৭) কোভিড- ১৯ এ আক্রান্ত হওয়া অর্থ এই না যে আপনার জীবনকাল থেমে থাকবে৷

১৮)  কাশি বা অস্বস্তি বোধ না করে ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে আপনার শ্বাস ধরে রাখতে সক্ষম হওয়া মানে এই নয় যে আপনি কোভিড- ১৯ থেকে মুক্ত৷

১৯) কোভিড- ১৯ ভাইরাসটি গরম এবং আর্দ্র দুই আবহাওয়ায় ছড়িয়ে যেতে পারে৷

২০) শীতল আবহাওয়া করোনা ভাইরাসকে মারতে সক্ষম নয়।

২১) গরম পানি দিয়ে গোসল করা কোভিড-১৯ প্রতিরোধ করে না৷

২২) কোভিড-১৯ ভাইরাসটি মশার কামড়ের মাধ্যমে ছড়ায় না৷

২৩) হ্যান্ড ড্রায়ার দিয়ে কোভিড- ১৯ এর ভাইরাসকে দমন করা যায় না৷

২৪) আল্ট্রা- ভায়োলেট (ইউভি) ল্যাম্পগুলি আপনার ত্বক, হাত জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা উচিত নয়৷ ইউভি রেডিয়েশনে ত্বকের জ্বালা হতে পারে এবং আপনার চোখের ক্ষতি করতে পারে।

২৫) রসুন খাওয়া কোভিড- ১৯ প্রতিরোধ করে না৷ রসুন একটি স্বাস্থ্যকর খাবার যাতে কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকতে পারে। তবে, এখনো কোন প্রমাণ পাওয়া যায়নি যে রসুন খাওয়া মানুষকে করোনভাইরাস থেকে রক্ষা করেছে।

২৬) সমস্ত বয়সের লোকেরা কোভিড- ১৯ ভাইরাস দ্বারা সংক্রামিত হতে পারে।

২৭) নিউমোনিয়ার বিরুদ্ধে ভ্যাকসিনগুলি কোভিড- ১৯ ভাইরাস থেকে রক্ষা করে না৷

২৮) স্যালাইন দিয়ে আপনার নাক ধুয়ে ফেলা কোভিড-১৯ প্রতিরোধ হয় না৷ কোনো প্রমাণ নেই যে নিয়মিত স্যালাইন দিয়ে নাকে ধুয়ে ফেলা মানুষকে করোনাভাইরাস দ্বারা সংক্রমণ থেকে রক্ষা করেছে।

২৯) অ্যান্টিবায়োটিক কোভিড- ১৯ প্রতিরোধ বা চিকিৎসা করতে পারে না৷

৩০) এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি  যা কোভিড-১৯ প্রতিরোধ বা চিকিৎসা করতে পারে৷

তথ্যসূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Nusrat Jahan Kheyam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে সমকামিতা | ডা. শামসুল আরেফীন শক্তি

Tue Oct 6 , 2020
[এই আর্টিকেলটি প্রাপ্তবয়স্ক পাঠকের উদ্দেশ্যে রচিত। আপনার বয়স যদি ১৮ বছরের কম হয় কিংবা এই ধরণের লেখায় যদি আপনি অভ্যস্ত না হন, তবে অগ্রসর না হওয়ার অনুরোধ করা হচ্ছে।] ডা. শামসুল আরেফীন শক্তি সমকামিতা। হালের আলোচিত টপিক। কারো কাছে মানবিক, স্বাভাবিক। কারো কাছে পাশবিক, বিকৃতি। কারো কাছে ‘ঘেন্নার’, তবে ‘এটাও […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo