June 16, 2015 2:19 pm
প্রকাশকঃ Banaful
আবারো ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত। এবার ঘটনাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি ১২ নম্বর ওয়ার্ড সিসিইউ। রোগির স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন ডাক্তাররা।
সর্বশেষ সংবাদ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের IDA কর্মবিরতিসহ অন্যান্য কর্মসুচি ঘোষণা করেছে। তাদের অভিযোগ, রোগির স্বজনরা প্রায়ই ইর্ন্টান ডাক্তারদের লাঞ্ছিত করে আসছে। এধরণের হামলা বন্ধসহ দোষিদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। আজ সকাল ১১টায় মানব বন্ধনসহ পরবর্তী কার্যক্রম জানানো হয়। তবে হাসপাতালে কর্মরত ডাক্তাররা রোগিদের চিকিৎসা অব্যাহত রেখেছেন।
পাঠকদের মন্তব্যঃ ( 0)
আরও খবর
Advertisement
Advertisement
Advertisement