ক্যারি অন পদ্ধতি পুনর্বহালের দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করছে ২০১৩-১৪ সেশনের ছাত্র-ছাত্রীরা। এরই ধারাবাহিকতায় আজ প্রেস ক্লাবে তাদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্যারি অন পুনর্বহালের দাবি জানানো হয়েছে। একই সাথে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
পরবর্তী কর্মসূচি – ১ আগস্ট শনিবার প্রেস ক্লাবে এবং সারা দেশে মানব বন্ধন।
প্রেস রিলিজ
Editor- Mareful Islam Mahee