‘ক্যারি অন’ প্রথা পুনর্বহালের দাবিতে আন্দলন করছে ২০১৩-১৪ শিক্ষা-বর্ষের ছাত্র-ছাত্রীরা।
দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সকাল ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারা দেশে এক সাথে মানব-বন্ধনের ডাক দেয়া হয়েছে। সারা দেশের মেডিকেল কলেজ গুলো এ ব্যাপারে প্রস্তুতি গ্রহন করেছে।
আগামীকাল অন্য রকম এক প্রতিবাদ দেখবে দেশ, এ আশা সকলের।
You May Like
-
4 years ago
পতন হলো আরও এক নক্ষত্রের
-
5 years ago
কোভিড-১৯: বুয়েটের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন