শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এনাম মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক তাজিন আফরোজ শাহকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তাকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা তাকে সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে।’
অবশ্য পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, “
Salam Alaikum.
আজ সকাল থেকে দিনটা প্রচন্ড খারাপ গিয়েছে। আমি ফেসবুকে খুব বেশি এক্টিভ না, ১৬ ডিসেম্বর লাস্ট একটা দেশাত্মবোধক গান পোস্ট করি, এবং তার পর দেখি যে মেসেঞ্জারে কিছু অপরিচিত আইডি থেকে আমাকে গালাগালি করা হয়, এবং আমার ফেসবুক আইডি টি হ্যাক করা হয়। দীর্ঘ ২/৩ দিন প্রচেষ্টার পর আমি আজ সকালে আমার আইডি টি ফেরত পেতে সক্ষম হই।
আশ্চর্যজনক ভাবে এরই মধ্যে বেশ কিছু লোকজনের কাছে আমার পক্ষ থেকে টাকা পয়সা চাওয়া হয়, এবং কিছু মানুষের পোস্টে আমার বরাত দিয়ে শহীদ ওসমান গণিকে নিয়ে কিছু জঘন্য কথাবার্তা বলা হয়।
আমি একজন পর্দা মানা, ৫ ওয়াক্ত নামাজ পরা হাজী মানুষ, ইসলামের পথে যুদ্ধ করা একজন শহীদ ব্যাক্তি কে নিয়ে এই ধরনের ওদ্বৌত্বপূর্ণ কথা উচ্চারণ করার আমার প্রশ্নই আসে না।
যারা আমাকে কাছ থেকে চিনেন- আমার আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী, ও সতীর্থ, তারা এই ব্যাপারে আমার হয়ে গ্যারান্টি দিতে পারবেন।
যদিও আইডি হ্যাক হওয়া আমার হাতে ছিলো না, আমার বরাত দিয়ে যেখানে যেখানে আমাকে ফাসানোর জন্য খারাপ কমেন্ট করা হয়েছে ও টাকা পয়সা চাওয়া হয়েছে, তাদের সবার কাছে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।”
প্ল্যাটফর্ম/
