শনিবার, ১০ মে, ২০২৫
অবহেলা ও অপচিকিৎসায় সামছুদ্দোহা শিমুল নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শনিবার (১০ মে) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাস্টিস ফর শিমুল’ ব্যানারে সংবাদ সম্মেলন করেন তারা। যদিও নথিপত্র বলছে, সার্জারি পরবর্তী কমপ্লিকেশনে তার মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রোগী যতোই হাসিখুশি অপারেশন থিয়েটারে যাক, সে মারা যেতেই পারে। কোন চিকিৎসক স্বেচ্ছায় রোগী মারা যেতে দেন না। এটা ওনার ব্যক্তিগত ইমেজও নষ্ট করতে পারে। পাশাপাশি ওনার প্র্যাকটিস লাইফকেও নষ্ট করতে পারে।
শামসুদ্দোহা শিমুলের (৪৮) স্ত্রী সায়মা সুলতানা, সন্তান আলিফ আল দোহা, আনিশা বিনতে দোহা ও তার ভাগনে এবং মামলার বাদী রিয়াদ ইসলাম নাঈম এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের দাবি, তারা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ এবং থানায় মামলা করে প্রতিকার পাননি। মামলার অগ্রগতি নেই। সে কারণে সংবাদ সম্মেলন করে আজকে বিচার চাইছেন।
স্ত্রী সায়মা সুলতানা অভিযোগ করে বলেন, আমাদের পরিবারের একমাত্র সহায়ককে অপচিকিৎসায় হত্যা করা হয়েছে। শুধু নয়, করপোরেট সেক্টরের একজন আইকনকে হত্যা করেছে তারা। তিনি এসিআই লজিস্টিক এর পরিচালক ছিলেন। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক ছিলেন। আমরা চাই, এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে সমাধান করুক। প্রতিবার এরকম ঘটনা ঘটিয়ে প্রভাব খাটিয়ে পার পেয়ে যায় জড়িতরা, দেশটা তো মগের মুল্লুক হয়ে যাচ্ছে।
তিনি প্রশ্ন করেন, কমফোর্টে অপারেশন করার মতো সরঞ্জাম বা প্রস্তুতি নেই, তারা কীভাবে এ অপারেশন করে? রোগীর স্বজনদের একটা স্বাক্ষর নিয়ে চিকিৎসকরা জবাবদিহিতার বাইরে থেকে যায়। ডাক্তারদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকসহ দায়িত্বরতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি করেন দোহার স্ত্রী।
উল্লেখ্য গত ২১ আগস্ট রাতে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে নাকের অস্ত্রোপচারের সময় অধ্যাপক ডা. জাহের আল-আমিন এবং এনেস্থেসিয়োলজিস্ট ইফতেখায়রুল কাওসার এর তত্ত্বাবধানে শামসুদ্দোহা শিমুলের মৃত্যু ঘটে। অপারেশন থিয়েটারেই তিনি মারা যান। এটি একটি চরম অবহেলা ও অপচিকিৎসার নির্মম পরিণতি বলে দাবি করে এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করেছিলেন তারা।
এ বিষয়ে বিস্তারিত জানতে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে প্ল্যাটফর্মের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। কিন্তু তারা কোন মন্তব্য করতে রাজি হননি।
প্ল্যাটফর্ম/এমইউএএস