সোমবার, ০৫ মে, ২০২৫
পূর্বানুমতি ছাড়া চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীকে গ্রেফতার করা যাবে না মর্মে সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।
সোমবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন কমিশনের সদস্যরা। ওই প্রতিবেদনে নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন তারা। এরমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ৩২টি মুখ্য সুপারিশ করেন। সেখানে ১১নম্বর সুপারিশে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়।
সেখানে বলা হয়, ‘সেবাগ্রহীতার অভিযোগ নিষ্পত্তি নিশ্চিতে একটি আধুনিক ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।’ চিকিৎসা প্রদানকারীদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষায় মেডিকেল প্রফেশনাল ইন্স্যুরেন্স ও দুই পেশাগত অবহেলা বিষয়ে সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ‘পূর্বানুমতি ছাড়া কোনো চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারীকে গ্রেফতার করা যাবে না। শুধু অনুসন্ধান ও সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণযোগ্য হবে। তবে অভিযোগ দাখিলের ৯০ দিনে মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।’ – বলেও উল্লেখ করা হয় ওই সুপারিশে।
প্ল্যাটফর্ম/এমইউএএস