বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫
টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরে চার বছর আগে নির্মিত সরকারি মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলটিতে (ম্যাটস) শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় ভবনকে চিকিৎসকদের ট্রেনিং সেন্টার করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটি অবিলম্বে চালুর দাবিতে গত সোমবার (০৬ অক্টোবর) ম্যাটসের প্রধান ফটকে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করে এবং উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপিও দেন।
জানা যায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সারা দেশে যে ১২টি মেডিক্যাল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নির্মাণ করে। এর একটি মধুপুর ম্যাটস। মধুপুর পৌর শহরের কাইতকাই এলাকায় পাঁচ একর জায়গায় ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে এ অবকাঠামো নির্মাণ করে ২০২১ সালে। বহুতলবিশিষ্ট পৃথক ছয়টি ভবনে রয়েছে একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসস্থান, ছাত্রছাত্রী হোস্টেল, শিক্ষক কোয়াটার, মিলনায়তন এবং চতুর্থ শ্রেণির কোয়াটার।
মধুপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, এ ম্যাটসের জন্য সম্প্রতি একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এর কার্যক্রম শুধু এর মধ্যেই সীমিত রয়েছে।
ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. উজ্জ্বল চন্দ্র ধর গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য অধিদপ্তর এটিকে আর ম্যাটস হিসেবে চালু করবে না। এটিকে রেসিডেনশিয়াল মাঠ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করার চিন্তা করছে। বৃহত্তর ময়মনসিংহ ও পাবনার সকল মেডিক্যাল কলেজের এমবিবিএস পড়ুয়া শিক্ষার্থীরা এখানকার হোস্টেলে থেকে মাঠ পর্যায়ের ট্রেনিং গ্রহণ করবেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে সরকারি-বেসরকারি মিলিয়ে চারটি ম্যাটস রয়েছে। দীর্ঘ দিন ধরে মেডিক্যাল অ্যাসিসটেন্ট পদে সরকারি নিয়োগ বন্ধ। এমতাবস্থায় আরেকটি সরকারি ম্যাটস স্থাপনের কোনোই প্রয়োজন ছিল না। অপরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্তে এ ম্যাটস নির্মাণ করা হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী পরিচালক জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত সরকারের আমলে মধুপুরসহ দেশের বেশ কয়েক স্থানে রাজনৈতিক তদবিরে কিছু ম্যাটস ভবন নির্মাণ করে। সারা দেশে ১৬টি ম্যাটসে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। সেখান থেকে পাশ করা বহু যুবক এখন বেকার। নতুন করে আরো ম্যাটস স্থাপন করার কোনোই প্রয়োজন ছিল না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল ইসলাম জানান, নো ম্যাটস। দেশে নবনির্মিত সব ম্যাটস ভবনকে ট্রেনিং সেন্টার করার প্রক্রিয়া চলছে।
প্ল্যাটফর্ম/