বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হচ্ছে চিকিৎসক সপ্তাহ। বুধবার (২৩ এপ্রিল) মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের ‘চিকিৎসক সপ্তাহ-২০২৫’ উপলক্ষে শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়েছে।
দিনাজপুরে চিকিৎসক সপ্তাহে উদযাপন কমিটির পক্ষে চিকিৎসকদের শুভেচ্ছা কার্ড প্রদান করেছে এবারের অন্যতম আয়োজক মেডিকেল ক্লাবের দিনাজপুর মেডিকেল কলেজ ইউনিট। দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাদেক আলীকে শুভেচ্ছা কার্ড প্রদানের মাধ্যমে চিকিৎসক সপ্তাহ উদযাপন আরম্ভ করা হয়। এছাড়াও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য চিকিৎসকদেরও শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশ্বের বহু দেশের মতো ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির হাত ধরে প্রতি বছরের ১-৭ এপ্রিল পালিত হয়ে আসছে ‘চিকিৎসক সপ্তাহ’। এরই ধারাবাহিকতায় ১৯-২৫ এপ্রিল পালিত হচ্ছে ‘চিকিৎসক সপ্তাহ’। এবারের চিকিৎসক সপ্তাহের আয়োজনে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সঙ্গী হয়েছে আরো ৯টি চিকিৎসক সংগঠন–মেডিসিন ক্লাব, বাংলাদেশ মেডিকেল ওয়েলফেয়ার ট্রাস্ট, হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, ডাক্তারখানা, বিডি ফিজিশিয়ানস, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, সাড়া।