শনিবার, ০৩ মে, ২০২৫
ডিপ্লোমা নার্স বিএসসি ইন নার্সিংয়ের ক্লাস নেয়ার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে সকল নার্সিং কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ শনিবার (৩ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধও জানিয়ে চার দফা দাবিও তুলে ধরেছন নার্সিং শিক্ষার্থী ও পেশাজীবিরা।
শিক্ষার্থী ও পেশাজীবীদের পক্ষে ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মহিব উল্লাহ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখিত বিএসসি ইন নার্সিং শিক্ষার্থী ও পেশাজীবীদের চার দফা দাবি—
১. এসএসসি পাস করা ডিপ্লোমা নার্সদের তাদের নিজস্ব কর্মস্থল ফিরিয়ে নিয়ে হাসপাতালে রোগদের সেবায় নিয়োজিত করাসহ নিজ নিজ বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে।
২. অন্যান্য পেশাজীবী ডিপ্লোমা গ্রাজুয়েটদের ন্যায় চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং ডিগ্রিধারী নার্সদের জন্য স্বতন্ত্র ক্যারিয়ার পাথ ও অর্গানোগ্রাম তৈরি করে দেশ ও দেশের বাইরে দক্ষ ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
৩. নার্সিংয়ে স্নাতক সম্মান ডিগ্রিধারী নার্সদের জন্য নবম গ্রেডে পদ সৃজন ও সরাসরি নিয়োগ দিতে হবে।
৪. ২০১৬ সালের নার্সিং নিয়োগবিধি ও জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন করতে হবে।