বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
কেবল পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়েই পদোন্নতি মিলবে না চিকিৎসকদের। এজন্য অনলাইন কোর্স, ট্রেনিং বা জার্নালের ক্রেডিট বা পয়েন্ট ব্যবস্থা চালুর কথা বলছে সংস্কার কমিশন। সিভিল সার্জনের দেয়া মূল্যায়ন, গবেষণা প্রকাশনা, সেমিনার বা কোর্সে যোগদানের সমন্বিত যোগ্যতার ভিত্তিতে হবে পদোন্নতি। তবে চিকিৎসকরা বলছেন, এ প্রস্তাবনা বাস্তবায়নে চ্যালেঞ্জ অনেক।

এভাবেই চিকিৎসকদের পদোন্নতির মাপকাঠিতে পরিবর্তন আনতে চাচ্ছে সংস্কার কমিশন। পয়েন্ট বা ক্রেডিটের ভিত্তিতে নির্ধারিত হবে উচ্চ পদের যোগ্য চিকিৎসক। যার পয়েন্ট বেশি, প্রমোশন দৌড়ে এগিয়ে থাকবেন তিনি। পাশাপাশি অনলাইন প্রশিক্ষণ ও জার্নালেও মিলবে পয়েন্ট। এতে করে নিজেকে আরো বেশি আপডেট ও দক্ষ করতে পারবেন চিকিৎসকেরা।
যমুনা টেলিভিশনের বরাতে জানা গেছে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. মুজাহেরুল ইসলাম বলেছেন, “তাদের (চিকিৎসকদের) এই উচ্চ শিক্ষার ব্যবস্থাটা শুধু আমরা একটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। এটা কিন্তু তা নয়। উচ্চ শিক্ষা মানে যে কোন ধরনের উচ্চতর প্রশিক্ষণটাই উচ্চ শিক্ষা। হ্যাঁ, ডিগ্রি একটা মাপকাঠি হতে হতে পারে। আরেকটা মাপকাঠি যেটা হতে পারে আপনি যখনই একটা ট্রেনিং করলেন, এই ট্রেনিংটার একটা ক্রেডিট থাকবে। যে ধরেন, ক্রেডিটটা পাঁচ। এটার মাধ্যমে আমার একটা ক্রেডিট জমা হবে এবং সেইটার মানের উপরে ভিত্তি করে একটা কম্পিটিশন হবে।”
এজন্য সিভিল সার্জনকে আরো বেশি ক্ষমতা দেয়া প্রয়োজন বলেও মনে করছে কমিশন।
ডা. মুজাহেদুল ইসলাম আরো জানান, সিভিল সার্জনের ওই অথরিটি থাকতে হবে, তার সকল স্টাফকে সে ছাড়া কেউ ছুটি দিতে পারবে না। হোক শিক্ষা ছুটি বা অন্য কোন ছুটি। আপনি নিয়ন্ত্রণ করবেন ডিজি অফিস বা মন্ত্রণালয় থেকে আর সিভিল সার্জনকে ঠুঠো জগন্নাথ বানিয়ে ওখানকার হেড করে রাখবেন। তাইলে ত হবে না।
প্ল্যাটফর্ম/এমইউএএস