শুক্রবার, ০২ মে, ২০২৫
‘ডাক্তাররা কখনো চায়না তার প্রেসক্রিপশনে কেউ নাক গলাক’, এ কথা বলার পাশাপাশি এ প্রথা ভাঙার ঘোষণা দিয়েছেন ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান

।
শুক্রবার (০২ মে) স্বাস্থ্য সেবায় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা এবং নিয়োগদানের ওপর অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, “ডাক্তাররা কখনো চায়না তার প্রেসক্রিপশনে কেউ নাক গলাক। এটা ভাঙতে হবে। আসুন, আমরা শুরু করি। সব জায়গায় পারবো না, তবে হাসপাতালগুলোতে এটা শুরু করা যায়।”
ফার্মেসি কাউন্সিলের হাসপাতাল কমিটির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী – অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সভায় আরও বক্তব্য দেন তাইওয়ানের একজন অধ্যাপক। সভায় শুভেচ্ছা জানান ফার্মেসি কাউন্সিলের সচিব মাহবুবুল হক।