ডাক্তার কেন কসাই?

লেখক ঃ সৈয়দ তৌসিফ আকবর, principal officer at AB bank

আমার এসএসসি-এইচএসসি’তে বায়োলজি ছিলনা, যেটা সায়েন্সে পড়া কোন ছাত্রের জন্য মোটামুটি দুর্লভ বলা যায়। এর কারণ হচ্ছে আমি জীবনে ডাক্তার হতে চাইনা এ ব্যাপারে নিশ্চিত ছিলাম। কেন ডাক্তার হতে চাইনি সেটা বলতে হলে আমি যখন ক্লাস ওয়ান বা টু-তে পড়ি, সে সময়ে যেতে হবে। তখন আমার এক ডাক্তার মামা আমার রং পেন্সিলের সেটটা ধার নিয়েছিলেন উনার কোন পরীক্ষায় ছবি আঁকার জন্য। তখন থেকেই আমার মাথায় ঢুকে গেছে, যে পেশায় এত বয়সেও পড়াশোনা করে পরীক্ষা দিতে হয়, আমি সেখানে নাই।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও সবচেয়ে মেধাবী ছাত্ররা ডাক্তার হয় (ইদানীং কালের প্রশ্নফাঁসের ব্যাপারে আমার আপত্তিটা এই জায়গায় যে একজন মেধাবী ছাত্র মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছেনা। কিন্তু এতে করে ভবিষ্যতে অদক্ষ ডাক্তার দিয়ে ছয়লাপ হয়ে যাবে আমি তেমন মনে করিনা, কারণ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাস করার আগেই অদক্ষরা ঝরে যাবে, স্পেশালাইজেশন তো অনেক দূরের কথা।) বিশ্ববিদ্যালয়-ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের প্রাইভেট টিউশন করে হাতখরচ চালানো খুব সাধারণ ব্যাপার, অথচ আমি আজও এমন কোন মেডিকেল ছাত্র পাইনি যে প্রাইভেট টিউশন করে। কারণ খুঁজতে গিয়ে আমি আবিষ্কার করেছি, এরা নিজেদের পাসের চিন্তাতেই এমন চাপের মধ্যে থাকে, অন্য কাউকে পড়ানোর কথা এদের মাথাতেই আসেনা।

কিন্তু আমার মেডিকেল পড়ুয়া বন্ধুরা যে আমার চেয়ে কয়েকগুণ বেশি পড়াশোনা করলো এবং করছে; কঙ্কাল, হাজার হাজার টাকা দামের অরিজিনাল বই (আমি ফটোকপি বই আর নোট পড়েছি) এসব মিলিয়ে যে আমার চেয়ে অনেকগুণ বেশি টাকা খরচ করলো এবং করছে, তার ফলাফল কী? আমি তিন বছরের চাকরি জীবনে যে টাকা বেতন পেয়েছি, আমার অনেক ডাক্তার বন্ধু সেটা পায়নি। আমি ব্যক্তিগতভাবে এই অসাম্যে রীতিমত শঙ্কিত, কারণ আমার চেয়ে মেধাবী একটা ছেলে/মেয়ে যদি তার উপযুক্ত সম্মান ও সম্মানী না পায়, তাহলে কে খামাখা এত কষ্ট করে মেডিকেল পড়তে যাবে? আর সেরকম হলে আমি অসুস্থ্য হলে আমার ট্রীটমেন্ট কে করবে? আমার তো সর্দি হলে বামরুনগ্রাদ যাওয়ার টাকা নাই!

তারপরও অনেকের মতে ডাক্তাররা কসাই, কারণ একজন অধ্যাপক-বিভাগীয় প্রধান লেভেলের ডাক্তার ৮০০-১০০০ টাকা ভিজিট নেন। আপনারা কি জানেন যে এই লেভেলে আসতে উনাকে কতটা সময়, শ্রম ও অবশ্যই অর্থ খরচ করতে হয়েছে? আপনারা কি জানেন যে আপনার পাড়ার মোড়ে যে এমবিবিএস পাস জিপি বসেন, উনার ভিজিট কত? জানেন না, কারণ আপনি তো উনার কাছে জীবনে যান-ই নাই। আপনার পেটে ব্যথা হলে আপনি খোঁজ নেন যে বিএসএমএমইউ’র গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান কোথায় প্রাইভেট চেম্বার করেন। খোঁজ নিয়ে যদি দেখেন যে উনার কাছে তিন মাস আগে সিরিয়াল দিতে হয় কারণ উনি দিনে দশজন রোগী দেখেন, তাহলে গালি দেন “শালা কসাই! ওর ভাব কত?” আর যদি সিরিয়াল তিনদিনের মধ্যে পেয়ে যান, যেটা করতে গিয়ে উনাকে হয়তো রাত ১২টা পর্যন্ত পারিবারিক জীবন বিসর্জন দিয়ে ১৫ মিনিটে একটা রোগী দেখতে হয়, তাহলেও আপনারা গালি দেন, “শালা কসাই! কী ব্যবসাটাই না করতেছে!” উনি যদি ওষুধ দেন প্যারাসিটামল, তাহলে আপনার ভেতরের ডাক্তারটা জেগে উঠে, “আরে শালা কসাই, প্যারাসিটামল লেইখা ১০০০ টাকা নিয়া গ্যালো!” আর যদি রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা দেন কিছু, তাহলেও আপনার ভেতরের ডাক্তার স্বত্ত্বা লাফায় উঠে, “শালা কসাই খালি কমিশন খাওয়ার ধান্দা করে, এই সমস্যার জন্য ওই টেস্ট দিয়া রাখছে…”

আপনাদের জানার জন্য একটা তথ্য দেই, ইউএসএ’তে এরকম অধ্যাপক- টারশিয়ারি লেভেল হাসপাতালের বিভাগীয় প্রধান যারা আছেন, তাদের অনেকে প্রাইভেট ভিজিটের জন্য মাল্টি-মিলিওনেয়ার ২০-২৫ জন রোগী ‘পালেন’, তারা শুধু সেই রোগীদেরকেই প্রাইভেট কন্সাল্টেন্সী দেয়। আপনার-আমার মত সাধারণ লোকদের সেখানে যেকোন সমস্যায় ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যেতে হয়, এবং মেডিকেল প্রটোকল ভেঙে শুরুতেই টারশিয়ারি লেভেলে যাওয়া যায় না, রেফারড হয়ে আসতে হয়। এমনকি মেডিকেল ইন্স্যুরেন্স না থাকলে ট্রীটমেন্ট পাওয়াটা এতই দুঃসাধ্য যে দরিদ্রদের ট্রীটমেন্টের জন্য ওবামাকে একটা আইন পর্যন্ত করতে হয়েছে যা ‘ওবামাকেয়ার’ নামে পরিচিত।

তারপরও যাদের মনে হয় যে বাংলাদেশের ডাক্তাররা কসাই, তাদের উদ্দেশ্যে আরেকটা কথা; যারা কুরবানীর ঈদে শখ করে নিজ হাতে গরু জবাই করেন, তারা সামনের বার চেষ্টা করে দেখেন তো গরুটার মৃত্যুযন্ত্রণার কথা মাথায় থাকলে হাত না কাঁপিয়ে জবাই করতে পারেন কি না। আমি নিশ্চিত সেটা সম্ভব না, অথচ আপনি কিন্তু গরুটাকে মারতেই চাচ্ছেন। সেখানে এবার নিজেকে একজন সার্জনের জায়গায় কল্পনা করেন, আপনি ছুরি-কাঁচি চালাচ্ছেন কোন গরু না, একজন মানুষের উপর। আপনার ছুরি-কাঁচির নিচে যে মানুষটা আছে তার জীবনের সাথে যে আপনার পেশাগত সুনাম এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাইরে দাঁড়িয়ে থাকা আত্মীয়স্বজনের কারণে আপনার নিজের জীবনের নিরাপত্তাও নির্ভর করছে, সেটা বাদ দিলেও একটা মানুষ আপনার ভুলে মারা গেলে আপনি কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন? একবার চিন্তা করে দেখেন তো এই অবস্থায় আপনার উপর কি রকম মানসিক চাপ থাকতো! মুন্নাভাই এমবিবিএস সিনেমায় ডীন যখন বলে যে সে কখনো নিজের মেয়ের শরীরে ছুরি চালাতে পারবে না, কারণ তার হাত কেঁপে যাবে, সিনেমা হলেও কথা কিন্তু বাস্তব! আমার কখনো কোন অপারেশন করানো লাগলে আমি অবশ্যই চাইবো যে আমার ডাক্তার যেন এসব মানবিক দুর্বলতা ঝেড়ে ফেলে দক্ষ নিপুণ হাতে কাজ করে, এটা মানবদেহ এ কথা মনে করে তার যেন হাত না কাঁপে, সে ‘কসাই’-এর মত নিপুণ হাতে আমার চামড়া-মাংস কাটতে পারলে আমি বরং খুশি হবো।

আপনার-আমার মতই এইদেশের কিছু মানুষ ডাক্তার হয়, তারা কোন এলিয়েন না। সারাদেশের অন্যসব মানুষের মতই তাদের মধ্যেও কিছু লোক আছে যারা খারাপ। কিন্তু স্বাস্থ্যসেবায় যতটুকু অব্যবস্থাপনা আছে, সেটা যদি দূর করতে চান তবে হাসপাতাল মালিক, ডায়াগনোস্টিক সেন্টার মালিক, ফার্মাস্যিউটিকাল কোম্পানীর মালিক, মেডিকেল ইক্যুইপমেন্টস আমদানিকারকদের মত অ-ডাক্তার যাদের জন্য এটা আসলেই পুরোপুরি একটা ব্যবসা, তাদের চক্রটা আগে ভাঙেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, কোন ব্যক্তি ডাক্তারের না। আর সাথে এটাও মনে রাখবেন যে এমডিজি’তে স্বাস্থ্যসেবায় বাংলাদেশের যে সাফল্য মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার কমানোয়, তাতে কিন্তু ডাক্তারদের অবদানটাই মুখ্য।

তারপরও যাদের মনে হয় যে ডাক্তার কেন কসাই তাদের জন্য আমার উপদেশ, আপনাদের জন্য তিনটা রাস্তা খোলা আছেঃ
১। টাকা থাকলে বামরুনগ্রাদ, মাউন্ট এলিজাবেথ, বেলভ্যূ চলে যান। তাতে করে দেশি ডাক্তারদের উপর চাপ কমবে, আমার মত লোকজন একটু সহজে ট্রীটমেন্ট নিতে পারবে।
২। নিজের ট্রীটমেন্ট নিজে করুন, বা ‘বিশেষজ্ঞ’ আত্মীয়স্বজন, পাড়ার মোড়ে ওষুধের দোকানদার, হেকিম, কবিরাজ, ওঝা, পানি-তেলপড়া, হোমিওপ্যাথ যা মনে চায় তা-ই দিয়ে করান। কিন্তু মনে রাখবেন, আপনি মারা গেলেও যেন আপনার আত্মীয়স্বজন কোন ডাক্তারের কাছে না যায়। কারণ ডাক্তার হায়াতের মালিক না যে মৃতকে জীবিত করে তুলবে।
৩। মহাজাতকের কাছে গিয়ে মেডিটেশন করুন, হার্ট ডিজীস-ক্যান্সার সহ সকল রোগ থেকে দূরে থাকুন। ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না আপনাদের।
যে দেশে জনগণের ট্যাক্সের টাকায় সরকার হোমিওপ্যাথিতে “উচ্চতর” শিক্ষার সুযোগ দেয়, সেদেশের মানুষ হিসেবে আপনাকে বোঝানোর জন্য আমার আর কিছু বলার নেই।

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

14 thoughts on “ডাক্তার কেন কসাই?

  1. ভাল লাগল পড়ে। সাধারণত ডাক্তার ব্যতীত অন্য কারো কাছ থেকে এধরনের লেখা আশা করি না, তাই অনেক অবাক এবং খুশিও হলাম।

  2. সব পেশার মানুষের মধ্যেই ভাল-খারাপ আছে। কোনো এক পেশার মানুষকে এককভাবে দোষ দিয়ে লাভ নেই। তবে প্রতিবেদনটার সকল বিষয়, যেমন অনেক টাকা খরচ করতে হয় একজনকে ডাক্তার হতে, অনেক পড়ালেখা করতে হয়, সবই ঠিক আছে। তবে সেজন্য কোনো গর্ব থাকার এবং সেজন্য অনেক বেশি ভিজিট নেয়ার অধিকার কারো জন্মায়না।

  3. সময়োপযোগী লেখা। ডাক্তার না হয়েও ডাক্তারদের সুখ-দুঃখ নিয়ে যা অনুধাবন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

  4. ¡Hola, cazadores de suerte !
    10 euros gratis sin depГіsito bingo
    Participa en el emocionante mundo del bingo con 10 euros gratis sin depГіsito. Disfruta de partidas emocionantes y gana premios sin necesidad de invertir. Es la oportunidad perfecta para los amantes del bingo en lГ­nea.
    Gana en casino con 10 euros sin invertir – п»їhttps://www.youtube.com/watch?v=DvFWSMyjao4

    ¡Que tengas excelentes instantes de fortuna!

  5. ¡Hola, buscadores de fortuna !
    Los slots bono de bienvenida te dan acceso a tragamonedas populares sin gastar dinero. casinos con bonos de bienvenida Ideal para probar suerte y conocer la dinГЎmica del juego.
    RegГ­strate en casino que regala bono sin pagar – https://casinosonlineconbonodebienvenida.xyz/#
    Si quieres encontrar los mejores bonos casino, visita pГЎginas comparativas. Estas listas se actualizan con frecuencia. Ahorras tiempo y eliges mejor.
    ¡Que disfrutes de beneficios extraordinarios !

  6. Hello defenders of unpolluted breezes !
    Using the best air filters for pets is a simple way to protect loved ones with allergies or compromised immune systems. Top rated air purifiers for pets typically include digital indicators for filter life and air quality. The best air purifier for pet allergies is essential if you have both pets and allergy-prone family members.
    A pet hair air purifier can help with odor buildup in small apartments. It keeps living spaces fresh even with multiple pets around best air purifier for petsMany models are compact enough to place near litter boxes or pet beds.
    Top Rated Air Purifiers for Pets That Clean Air Effectively – https://www.youtube.com/watch?v=dPE254fvKgQ&list=PLslTdwhfiGf5uvrbVT90aiCj_6zWWGwZ3
    May you enjoy remarkable flawless air !

  7. Hello to all wagering enthusiasts!
    For those who prefer simplicity, the 1xbet ng login registration option is the most convenient. 1xbet nigeria registration online No email or complex forms are required. Just input your phone number and confirm via SMS.
    The 1xbet nigeria registration online option is ideal if you’re avoiding complicated apps or downloads. You just visit the website, sign up, and start betting. It works on any device and browser.
    Get bonuses on 1xbetnigeriaregistrationonline.com signup – 1xbetnigeriaregistrationonline.com
    Enjoy fantastic triumphs !

  8. Warm greetings to all game lovers !
    Using 1xbet Nigeria registration online, you can choose between one-click signup or social media options. It’s designed to minimize hassle and maximize your time playing. 1xbet registration in nigeria. The 1xbet registration in Nigeria is perfect for first-timers.
    1xbet ng login registration online ensures that players can sign up and log in without delay. The intuitive interface guides you step by step. Once your 1xbet Nigeria login registration is complete, you’ll have full access to sports, casino, and bonuses.
    Smooth sign-up with 1xbet ng login registration online – https://www.1xbet-nigeria-registration-online.com/
    Hoping you hit amazing grand wins !

  9. Kind regards to all luck explorers !
    The secure link https://1xbet-login-nigeria.com/ ensures that your registration data is encrypted and protected from interception. 1xbet registration nigeria This commitment to security is essential for building trust and providing a safe betting environment. Play with peace of mind knowing your information is secure.
    The 1xbet nigeria login registration process is the gateway to a personalized betting dashboard. You can customize the interface to show your favorite sports and markets first. This tailored experience makes navigating the platform faster and more efficient.
    1xbet ng registration | Get Your Bonus in Nigeria – http://www.1xbet-login-nigeria.com
    Wishing you incredible epic wins!

  10. Envio mis saludos a todos los exploradores de tesoros !
    Los casinos no regulados suelen tener mejores cuotas deportivas. AdemГЎs, permiten depГіsitos sin lГ­mites estrictos. casinosinlicenciaespana.blogspot.com Esto los hace muy competitivos.
    En casinos sin licencia espaГ±ola los juegos suelen tener RTP mГЎs altos. Esto aumenta las posibilidades de ganar a largo plazo. Por eso, un casino sin licencia espaГ±ola puede ser mГЎs rentable.
    Casino online sin registro con promociones semanales – http://casinoonlineeuropeo.blogspot.com/
    Que disfrutes de increibles recompensas !
    casino sin licencia espaГ±ola

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

2nd International Live Sinus and Skull Base Surgery Workshop 2016

Sun Jun 26 , 2016
Please do register for the mega event ” 2nd International Live Sinus and Skull Base Surgery Workshop 2016″. Organized by Bangladesh Endoscopic Sinus and Skull Base Society (BESSBS). For more information please read out the given image .For registration please contact with the given number on the image . Share on FacebookTweetFollow […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo