গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার  দিকে রাজশাহী নগরীর বর্নালীর  মোড়ে  ছিনতাই কারীদের  হামলায় গুরুতর আহত হয় রাজশাহী  মেডিকেল  কলেজ এর ৫৫তম ব্যাচ এর ছাত্র রিজয় রাব্বী এবং মুহুশিউল আলম মেরাজ। তাদের  রাজশাহী  মেডিকেল  কলেজ  হাসপাতালে ভর্তি  করা হয়েছে।
  রাব্বী, মেরাজসহ চারজন মেডিকেল ছাত্র  অটোতে করে বর্নালীর  মোড়ে আসলে কয়েকজন  যুবক অটোতে  জোর করে উঠতে চায়। তারা বাধা দিলে যুবকরা অটোতেই  তাদের মারধর  শুরু করে।  তারা  রাস্তার পাশের  দোকানে  ঢুকলে সেখানে তারা চাপাতি  নিয়ে হামলা করে। এতে  রাব্বির পেটে এবং মেরাজ  এর হাতে গভীর  জখম  হয়।  উল্লেখ্য  যে,কয়েক মাস আগে রাজশাহী  মেডিকেলের হোস্টেলে  ঢুকে ছিনতাইকারিরা  এলোপাথাড়ি  কুপিয়ে ৫৪ তম ব্যাচের দু জন কে জখম করে।
অপারেশনের টেবিল থেকে তোলা
সংবাদঃ সালেহ মনির রাজী , রামেক



