Bangladesh Association of Oral &Maxillofacial Surgeons (BAMOS) এর নতুন কমিটি গঠন

 

 

19748683_10155492180865970_3267547032236221887_n

গত ৭ জুলাই,২০১৭তে রাজধানীর ধানমন্ডিতে  wings centre এ AGM-2017 (Annual General Meeting) এর মাধ্যমে এ সংগঠনটির নতুন কমিটি নির্বাচিত হয়।
BAMOS (Bangladesh Association of Oral &Maxillofacial Surgeons) – বাংলাদেশের এ সংগঠনটি ১৯৯৩ সালে গঠিত হয়ে, দেশের সকল ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জনদের একত্রিত করে রেখেছে।

19748555_10155492180455970_4570489746256583805_n
BAMOS এর এই নির্বাচন পরিচালনা করেন ডাঃ জয়নাল আবেদীন। ২০১৭-২০২০ সাল পর্যন্ত  গঠিত নতুন কমিটি  সকল দায়িত্ব পালন করবে।

এ সংগঠনটির কমিটিতে দায়িত্ব পালন করে আসা প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ মতিউর রহমান মোল্লা এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাঃ  মহিউদ্দিন আহমেদ, নবনির্বাচিত প্রেসিডেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মোঃ রুহুল আমিন এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর কাজী বিল্লুর রহমান এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন ।

এর আগে প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল আমিন, সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাঃকাজী বিল্লুর রহমান এবং যুগ্ম সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডাঃ মোর্শেদ আলম তালুকদার কে নিয়ে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ২০১৭-২০২০ সালের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।

 

 

 

তথ্য ঃ হাফিজুর রহমান, প্ল্যাটফর্ম ডেন্টাল উইং । 

 

Associate Professor Dr. Morshed Alam Talukder

 

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

নিপসমে "ডেন্টাল পাবলিক হেলথ" নিয়ে কোর্স চালু করার প্রস্তাবনা বাংলাদেশ ডেন্টাল সোসাইটির

Tue Jul 11 , 2017
  গত ১০ জুলাই,২০১৭ তে পাবলিক হেলথ এর বিশেষায়িত প্রতিষ্ঠান NIPSOM এ উচ্চতর কোর্স চালু করে দেশের সমগ্র জনগোষ্ঠীকে ওরাল হেলথ সার্ভিসের আওতায় আনার লক্ষ্যে  প্রস্তাবনা করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি ডাঃ আবুল কাসেম এবং মহাসচিব ডাঃ হুমায়ুন কবীর বুলবুল ।       বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রাসঙ্গিক প্রস্তাবনাগুলো হলঃ […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo