স্বাস্থ্য অধিদপ্তরের, উদ্যোগে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায় গত ৫ ডিসেম্বর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পালিত হলো “বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ ২০১৮”।
এবারের প্রতিপাদ্য ছিলো ‘অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ’।

দুপুর ১২টায় অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় র্যালি এবং সিগনেচার ক্যামপেইন এর মাধ্যমে। অনুষ্ঠান টি উদ্ভোধন করেন আদ্-দ্বীন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা.আফিকুর রহমান। স্যার প্ল্যাটফর্মের এই রুপ আয়োজনের ভূয়ষী প্রশংসা করেন।
সারাদিন ব্যাপি চলা এই প্রোগ্রামে প্ল্যাটফর্মের এক্টিভিস্ট এবং উক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হাসপাতালের আউটডোর ও কলেজের আশেপাশের জায়গায় এন্টিবায়োটিকের সচেতনতার কথা এবং লিফলেট শপথ বাক্য বিতরণ করে তাদের সচেতনতার কাজ পরিচালনা করেন।
সিগনেচার ক্যামপেইনে প্রায় ৩০০ জনের সাইন নেয়া হয় এবং আউটডোর আর হাসপাতালের আশেপাশে প্রায় ৫০০ মানুষকে লিফলেট এবং সচেতনতা মুলক কাউন্সেলিং করা হয়।
পরিশেষে সুন্দরভাবে জনসচেতনামূলক কার্যক্রমটি পরিচালনা করার জন্য কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর এবং টিম প্ল্যাটফর্মকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ছবিতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহঃ































প্ল্যাটফর্ম নিউজ ডেস্কঃ
ডা. মৌ
ইন্টার্ন চিকিৎসক, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ

