শনিবার, ২১ জুন, ২০২৫
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি পরীক্ষার ভর্তির ফি, টিউশন ফি ও পরীক্ষার ফি ১৫ শতাংশ কমানো কমানো হয়েছে। শনিবার (২১জুন) অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, “বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩১/০৫/২০২৫ইং তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে রেসিডেন্সি/নন-রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তিকৃত (সুপারিশ প্রাপ্ত) শিক্ষার্থীদের বর্তমানে নির্ধারিত ভর্তির ফি, টিউশন ফি ও পরীক্ষার ফি থেকে ১৫% হ্রাস করে পুন:নির্ধারণ করার বিষয়টি অনুমোদিত।”
এই আদেশ সিন্ডিকেট সভার তারিখ অর্থাৎ ৩১/০৫/২০২৫ইং তারিখ হতে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।
প্ল্যাটফর্ম/এমইউএএস