হাটহাজারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকিঃচট্টগ্রাম বিএমএ’র বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ

তথ্য ও ছবি: ডা. রাকিব, RMO at Alight Hospital (Pvt) Ltd.and DiabeticCenter.Keranihat,Satkania,CTG

গত  ৯ই  অক্টোবার, হাটহাজারি হাসপাতালে  ডা:সৈকত চন্দ্র পাল হুমকির সম্মুখীন হলে চট্টগ্রাম বিএমএ’র সদস্যরা  এই ব্যাপারে দ্রুত বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।

14695391_10209209097097005_3231525044221712817_n
হাটহাজারি হাসপাতালের এমডি

14702484_10209209095056954_4713364719968539793_n

এই প্রসঙ্গে ডা. রাকিব বলেন,
কিছুদিন আগে হাটাজারী আধুনিক হাসপাতালের এমডি কুখ্যাত এডভোকেট জামাল এবং তার ছেলে খারাপ রোগী রেফার করায় আমাদের সহকর্মী ডা:সৈকত এর গায়ে হাত তোলে এবং অপমান করে।এই বিষয়ে বিএমএ চট্টগ্রাম শাখার সম্মানিত নেতৃবৃন্দ আজ কুখ্যাত জামালকে সহ সভা আহবান করেন।14717270_10209209093416913_2353103395706796736_n
তাই অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই বিএমএ চট্টগ্রাম শাখার সম্মানিত সভাপতি ডা:মুজিবুল হক খান স্যার, সাধারণ সম্পাদক ডা: মো:শরীফ স্যার,বিশেষ করে বিএমএ যুগ্ম সম্পাদক ডা:ফয়সাল ইকবাল চৌধুরী স্যার এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিএমএ সিসি মেম্বার ডা: শওকত এবং ডা: মোহাম্মদ ভাই কে ডা:সৈকত এর ঘটনার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকার জন্য।
এই ঘটনার পর, আজকের বিএমএ সভায় গৃহিত সিদ্বান্তসমূহ-
১-অনির্দিষ্ট কালের জন্য হাটাজারী আধুনিক হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার বন্ধ থাকবে কোন ডাক্তার যাবেননা।
২-কুখ্যাত তথাকতিথ এমডি জামাল কে অব্যহতি দিতে হবে।
৩-নতুন গভর্নিং বডি করে ডাক্তারদের সাথে কোন খারাপ আচরণ করবেনা মর্মে মুচলেকা দিতে হবে।
৪-হাসপাতাল এ রোগী সম্পর্কিত সব সিদ্বান্ত ডাক্তার ছাড়া কেউ নিতে পারবেনা এবং কোন অন্যায় হস্তক্ষেপ করা যাবেনা।

হাটহাজারি হাসপাতালে চিকিৎসক এর উপর হামলার ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানতে ঃ

“চাকরি ছাড়লে মেরে পুতে রাখব”, কর্তব্যরত চিকিৎসককে হাসপাতাল এমডি আর পুত্রের হুমকি

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

18 thoughts on “হাটহাজারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকিঃচট্টগ্রাম বিএমএ’র বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ

    1. স্যার আপনার এসব কাজের জন্য মানুষ আপনাকে যুগের পর যুগ মনে রাখবে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা আর শ্রদ্ধা জানাবে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি

  1. Yap, Ctg BMA!! this types attempt should be taken everywhere to control unnecessary bad events and to teach them that we were front bencher, and always infront??

  2. This hospital is near my house.
    No one likes this hospital.
    The owner Mr.Jamal has misbehaved with most of the patient’s party.
    It is also rumoured that he also harassed nurses.
    His HSC passed Director son behaves very roughly with doctors.
    It would be wise if no doctors attend the hospital.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

FRCR in clinical oncology: জানার আছে অনেক কিছু

Fri Oct 14 , 2016
লিখেছেন ঃ Dr maruf morshed, Residency of Radiation oncology phase A, FCPS part 1 in radiotherapy NICRH মেডিসিন দের জন্য আছে mrcp, সার্জারিদের জন্য mrcs, গাইনিদের জন্য mrcog. কিন্তু ক্যান্সারদের জন্য কি আছে? আছে। আমাদের জন্য আছে FRCR in clinical oncology, MRCP in medical oncology. বর্তমান এই যুগে যোগ্যতা ও জ্ঞান বাড়ানোর […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo