সোমবার, ০৭ জুলাই, ২০২৫
ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সোমবার (৭ জুলাই) দুপুর ১১টা থেকে মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন। তারা দাবি করছেন ‘স্বতন্ত্র ইউনানী‑আয়ুর্বেদিক কাউন্সিল’ গঠন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন— ‘এক দফা এক দাবি, স্বতন্ত্র কাউন্সিল চাই’ এবং ‘অবৈধ চিঠি বাতিল চাই’। তারা বলছেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। স্বতন্ত্র কাউন্সিল ছাড়া আমাদের পেশাগত রেজিস্ট্রেশন অনিশ্চিত।
শিক্ষার্থীরা বলেন, আমরা ইউনানী‑আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির স্বীকৃত ছাত্র। আমাদের সনদ, ইন্টার্নশিপ ও একাডেমিক প্রশিক্ষণ এমবিবিএস সমমান হলেও এখনও পেশাগত মর্যাদা পাইনি। তাই চাকরি ও উচ্চশিক্ষায় বঞ্চিত হচ্ছি।
প্ল্যাটফর্ম/