প্ল্যাটফর্ম নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) প্রধান ডা. রিফাত হোসেইন মালিক কোভিড-১৯ থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তিনি ২৬ মার্চ হতে আজ সকাল পর্যন্ত কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ তিনি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হোন। ডেলটা মেডিকেল কলেজ এর আইসিইউতে একজন রোগী কোভিড-১৯ শনাক্ত হওয়ায় তিনিও আক্রান্ত হোন এবং ডেলটা মেডিকেল এর আইসিইউ লকডাউন করে রাখা হয়। কর্তব্যরত ডাক্তাররাও যান কোয়ারেন্টাইনে। এতদিন চিকিৎসার পরে পরপর দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে সুস্থ ঘোষণা করে বাড়িতে যাবার অনুমতি দেয়া হয়।


