রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সুনামগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের উপর সেনাবাহিনীর লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।
রবিবার (২০ এপ্রিল) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, গভীর উদ্বেগ ও অসন্তোষের সাথে লক্ষ্য করছি যে সুনামগঞ্জ মেডিকেল কলেজে যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী কর্তৃক অগ্রহণযোগ্য ও নিষ্ঠুর লাঠিচার্জ করা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদের জবাবে এমন অতিরিক্ত বলপ্রয়োগ অত্যন্ত নিন্দনীয় এবং তা আমাদেরকে চরমভাবে ব্যথিত ও বিস্মিত করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্টভাবে জানতে চাই-কোন কর্তৃপক্ষের আদেশে শিক্ষাঙ্গনে এমন সহিংস দমন অভিযান পরিচালিত হলো? শিক্ষার্থীদের নিরাপদ ও মতপ্রকাশের অধিকার সংরক্ষিত থাকা উচিত, কিন্তু এই ঘটনার মাধ্যমে সেই মৌলিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। আমরা এর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং তাদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি।’
প্ল্যাটফর্ম/এমইউএএস