মাধ্যমিকের ফলাফলে যারা আজ পরাজিত

৩০ শে মে মাধ্যমিক এর ফলাফল প্রকাশিত হবে। নিউজ চ্যানেল, পত্রিকাগুলো ঢালাও সফলতার কথা প্রচার করবে শিরোনাম হিসেবে । পত্রিকার পাতাজুড়ে থাকবে হাস্যজ্জল, কান্না বিজোড়িত মুখমণ্ডল এর সমাহার। কাঙ্ক্ষিত ফলাফলে দেশজুড়ে ফোকাসিত হবে হাজারখানেক হাতের V চিহ্ন, মিষ্টিমুখে দৃষ্টিসুখে চিত্ত জুড়াবে পরিবার পরিজন।
অনাকাঙ্ক্ষিত ফলাফলে অনাকাঙ্ক্ষিতভাবেই আনাচে কানাচে আত্মহনন নামক মহাপাপ আলিঙ্গন করে পত্রিকাদির কলামের আনাচে কানাচে স্থান করে নেবে কিছু তাজা প্রাণ।
পরিবারবর্গের আশপাশ জুড়ে চলবে শোকের মাতম।

লাশটাকে নিকটস্থ হাসপাতালের মর্গে রাখা হবে পোস্টমর্টেম রিপোর্ট এর জন্যে।
প্রথমে ধারালো ব্লেড দিয়ে xphoid process থেকে symphysis pubis পর্যন্ত একটা incision দেয়া হবে।
acromial process of the clavicles থেকে xphoid process পর্যন্ত দুটো Y শেপ আর একটা incision দেয়া হবে।
vertex এর দুই mastoid process যোগ করে একটা incision দেয়া হবে। margin of the orbit এবং external occipital protuberance পর্যন্ত skin রিফ্লেক্স করা হবে।
download
saw দিয়ে circular shape এ skull bones কেটে brain এর viscera বের করে আনা হবে।
chest এর ribs গুলো কেটে vital organ গুলো সংরক্ষণ করা হবে।
পর্যবেক্ষণের পর একটা ডেথ সার্টিফিকেট দেয়া হবে মৃত্যুর কারণ দর্শানো সহ।
১৭ বছরের জীবন্ত, লালিতপালিত শরীর টাকে এভাবে ক্ষত বিক্ষতরূপে দেখতে চাওয়া টা কি কাম্য?
জীবন একটাই। একটা স্কোর, একটা সংখ্যা জীবনের গুরুত্ব পরিমাপ করতে পারে না।
পরাজয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জয়ী হবার আনন্দ টা যে কতটা উপভোগ্য সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়।
কখনও পত্রিকার আনাচে কানাচে আর কোন “রেজাল্ট খারাপের কারণে আত্মহনন” শিরোনাম হয়ে না আসুক।
চ্যালেঞ্জ টা নিচ্ছেন তো?
২০১৭ তে V সাইন দেখিয়ে পত্রিকার রঙীন কাগজে স্ব সহাস্যমুখ দেখার?

লেখকঃ খালেদ রিফাত, মেডিকেল শিক্ষার্থী ।

ডক্টরস ডেস্ক

One thought on “মাধ্যমিকের ফলাফলে যারা আজ পরাজিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

মেডিকেলের থার্ড ইয়ারে যত শেখার সুযোগ

Sat May 30 , 2015
থার্ড ইয়ারের সাথে ইন্টার্ণ এর মিল হলো দুটোতেই নতুনত্ব আছে, ঠিক যেন কাদামাটি! কেউ যখন ফার্স্ট প্রফের চাপে গলতে গলতে তৃতীয় বর্ষে উঠে তখন তারকাছে মনে হয় বিধাতা যেন তাকে কোন দড়ি দিয়ে টেনে তুলেছেন। সবচেয়ে ভালো স্টুডেন্টটাও কিন্তু খুশীতে নড়েচড়ে বসে, মেডিকেলটা এমনই! সাগরের ঢেউ এর মাঝে কত কত […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo