শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত বার্ষিক সভায় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০২৫-২৬) ঘোষণা করা হয়।

প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি ডা. শরীফ শাহরিয়ার,
সাধারণ সম্পাদক ডা. রাবেয়া আক্তার স্বর্ণা, সাংগঠনিক সম্পাদক ডা. মঈন উদ্দীন আহমদ শিবলী এবং কোষাধ্যক্ষ এসকে ইরফান আবিদ।
এছাড়াও, সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. তাহমিদ হাসান ভূঁইয়া সিয়াম, ডা. ঋষা নিয়োগী বৃষ্টি, ডা. আলমাস আলী হৃদয়।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইরফানুর রহমান, ডা. মোঃ আনোয়ারুল আজিম রাজ।
সহ-সাংগঠনিক সম্পাদক শাকুর আহমেদ প্রিন্স, সহকারী কোষাধ্যক্ষ
মোঃ আলসাবা ইসলাম সজীব, দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, সহকারী দপ্তর সম্পাদক মেহরুবা আক্তার ; তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদিরাহ্ রশীদ ; সহকারী তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী তারেক বিন আবদুল্লাহ ; জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক আজহারুল ইসলাম হাজারী ; সহকারী জনস্বাস্থ্য, গবেষণা ও সমাজসেবা সম্পাদক মিথিলা ফারজানা।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জুবায়ের ইসলাম, মো. সেলিম রেজা, ইফতেখার ইসলাম, সোহানা খান।
উল্লেখ্য, নির্বাচন কমিটি ২০২৫-২৬ এর প্রধান নির্বাচক ও প্ল্যাটফর্মের নির্বাচন কমিটির সদস্য ডা. নাজমুল আবেদীন নাসিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ১২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
প্ল্যাটফর্ম/
