দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে “Diabetes Symposium for Young Physician” শীর্ষক কর্মশালা

Bangladesh Endocrine Society (BES) ও Platform – এর যৌথ উদ্যোগে “Diabetes Symposium for Young Physician” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তারিখ: ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার।
সময়: সকাল ৮.০০ হতে বিকাল ৫.৩০ পর্যন্ত

স্থান: ১৫ তলা, এ এইচ এম আহসান উল্লাহ গ্যালারি, গ্রীণ লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সম্মানিত সভাপতি প্রফেসর মো. ফারুক পাঠান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর মো. হাফিজুর রহমান স্যার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি।
সকাল ৮.০০ ঘটিকায় উপস্থিতি নিশ্চিত, প্রয়োজনীয় টোকেন সংগ্রহ ও কেক-কফি পর্ব শেষে আয়োজনের শুরু হবে। সম্মানিত এন্ড্রোক্রাইনোলজিস্ট স্যার/ ম্যাডামগণ তরুণ চিকিৎসকদের জন্য বিভিন্ন মডিউলে প্রস্তুতকৃত লেকচার ধাপে ধাপে নিবেন। প্রতিটি মডিউল শেষে থাকবে প্রশ্ন-উত্তর পর্ব। দুপুরে নামাজ ও দুপুরের খাবারের বিরতি শেষে পুনরায় নতুন মডিউল নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য, দুপুরের খাবার আয়োজকদের পক্ষ হতে প্রদান করা হবে। বিকেলে থাকবে টি ব্রেক। দিনব্যাপী এ আয়োজনের শেষে থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র।
সকলের সুবিধার্থে লেকচার মডিউল নিন্মে প্রদান করা হলো।

8.00 AM – 8.15 AM: Registration

8.15 AM – 8.45 AM: Inauguration

8.45 AM – 10 AM
Dr. Tanjina Hossain, Assistant Professor of Endocrinology, Green Life Medical College

Topic: How I diagnose and evaluate Diabetic patient initially

10.00 AM – 11.00 AM
Dr. Shahjada Selim, Assistant Professor of Endocrinology, BSMMU

Topic: How I manage Diabetes with OAD

11.00 AM – 12.00 PM
Dr. M Saifuddin, Assistant Professor of Endocrinology, Dhaka Medical College

Topic: How I manage Diabetes with Insulin

12.00 PM – 2.00 PM (Lunch and Prayer break)

2.00 PM – 3.00 PM
Dr. Faria Afsana, Assistant Professor of Endocrinology, BIRDEM

Topic: How I manage Diabetes in pregnancy

3.00 PM – 4.00 PM
Dr. Ahmed Salam Mir, Associate Professor of Endocrinology, Bangladesh Institute of Health Sciences

Topic: How I manage hyperglycemic crises and Hypoglycemia

4.00 PM – 4.15 PM (Tea break)

4.15 PM – 5.15 PM
Dr. Nazmul Kabir Qureshi, Consultant (Endocrinology) and Director, NHN Uttara Executive Centre, Diabetes Association of Bangladesh

Topic: How I manage Diabetic Neuropathy and Diabetic Nephropathy

Vote of Thanks:
Dr. Faysal Bin Salah, General Secretary, Central Executive Council, Platform
Dr. Nazmul Kabir Qureshi, Scientific and Research Secretary, Bangladesh Endocrine Society

Raffle Draw & Prize giving ceremony

The End

আসনসংখ্যা : ২০০ মাত্র
রেজিস্ট্রেশন ফী : ৫০০ টাকা মাত্র + বিকাশ চার্জ (১০ টাকা)
রেজিস্ট্রেশন এর নিয়ম :
বিকাশ এ 01521485292 (পার্সোনাল) বা 01743937676 (পার্সোনাল) নং এ টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি নং সহ নিচের গুগল ফর্মটি পূরণ করবেন। উল্লেখ্য, সার্টিফিকেট এর জন্য নামের বানান শুদ্ধভাবে লেখার অনুরোধ থাকলো।

গুগল ফর্ম:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfaZQQ-CQiy3b7I6DzLIGfxMrx_jTFw5fB4ct60H0ZhE1WTqg/viewform?usp=sf_link

নিবন্ধনের শেষ সময় : ২০ নভেম্বর, রাত্রি ১১.৫৯ মিনিট (আসন থাকা সাপেক্ষে)

নিবন্ধন ফী দিয়ে যা পাচ্ছেন :
১. সিম্পোজিয়াম এ অংশগ্রহণের সুযোগ
২. সকালের কেক – কফি
৩. দুপুরের খাবার
৪. বিকেলের চা
৫. সার্টিফিকেট
৬. র্যাফেল (Raffle) ড্র তে অংশগ্রহণের সুযোগ

গুগল ফর্ম পূরণ করার ৪৮ ঘন্টার মাঝে আপনার প্রদানকৃত ইমেইল এ একটি রেজিস্ট্রেশন নম্বর সহ কনফার্মেশন মেসেজ যাবে। উক্ত কনফার্মেশন মেসেজযুক্ত ইমেইল ও রেজিস্ট্রেশন নং সহ আয়োজনের দিন উপস্থিত থাকতে হবে।

স্বত্বঃ প্ল্যাটফর্ম

ইভেন্ট লিংকঃ

https://facebook.com/events/534246970698894/?ti=as

Special Correspondent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

উন্মোচিত হল কালাজ্বর জ্যাকেট ব্রান্ডিং কার্যক্রম

Sat Nov 9 , 2019
৯ নভেম্বর, ২০১৯  কালাজ্বর লিশম্যানিয়া ডনোভানি (Leishmania Donovani) নামক পরজীবি দ্বারা ঘটিত একটি রোগ, যা বেলেমাছি দ্বারা সংক্রমিত হয়। পৃথিবীতে প্রতিবছর আনুমানিক দুই থেকে চার লক্ষ মানুষ কালাজ্বর রোগে আক্রান্ত হয়। ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশ, ভারত ও নেপাল এই তিনটি দেশে এই রোগের প্রাদুর্ভাব বেশি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo