শনিবার, ০৩ মে, ২০২৫
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ‘স্টুয়ার্ডিং অ্যান্টিবায়োটিকস টুডে ফর হেলথিয়ার’ শীর্ষক অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ (এএমএস) কমিটির ফিডব্যাক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আর্ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী, এএমএস কমিটির ফোকাল পার্সন ডা. রামিম ইবনে নুর, ডা. অপর্ণা চক্রবর্তী। প্রশিক্ষণের সমন্বয়ের দায়িত্বে ছিলেন আর্ক ফাউন্ডেশনের রিসার্চ ফিজিশিয়ান ডা. আবদুল্লাহ আল মুমিন।
অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ অনুশীলন এবং বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ক্ষমতা জোরদার করা, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কমিটির ভূমিকা, দায়িত্ব পালন এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার পর্যবেক্ষণ পরবর্তী ফিডব্যাক জানতে এ মিটিংয়ের আয়োজন করা হয়।
মিটিংয়ে প্রেসক্রিপশন সার্ভে থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, অ্যান্টিবায়োটিক নিয়ে কেস স্টাডির পাশাপাশি একশন প্ল্যান, পরবর্তী কর্তব্য ও ইভালুয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মিটিংয়ে স্বাস্থ্যসেবায় অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপের প্রায়োগিক ধাপ ও নির্দিষ্ট রোগের জন্য মানসম্মত চিকিৎসা নির্দেশিকা সম্পর্কিত বিষয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমান অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কমিটিকে সকল ধরনের সহযোগিতার মাধ্যমে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার হ্রাসে সফলতার কথা জানিয়েছেন।
কর্মশালায় দিনাজপুর মেডিকেল কলেজের মেডিসিন, সার্জারি, গাইনি, মাইক্রোবায়োলজি ও ফার্মাকোলজির বিভাগীয় প্রধানসহ অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে আর্ক ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশে দিনাজপুর ও কুমিল্লা জেলার হাসপাতালের বিভিন্ন স্তরে এন্টিমাইক্রোবিয়াল ব্যবহার হ্রাসের লক্ষে এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ পাইলট কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়।
এরই প্রেক্ষিতে গত বছরের ১৯ ডিসেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে “পাইলটিং এন্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ ইন হেলথকেয়ার ফ্যাসিলিটিজ ইন দিনাজপুর ডিস্ট্রিক্ট” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল।
প্ল্যাটফর্ম/