রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
দিনাজপুরের বোচাগঞ্জে অর্থোপেডিক চিকিৎসক সেজে প্রতারণার দায়ে অভিযুক্তকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতারকের নাম মো. মোশারফ হোসেন।

আজ রবিবার (২০ এপ্রিল) বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকায় প্রতারকের চেম্বারে গিয়ে বোচাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট সাইফুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।
জানা গেছে, মোশারফ হোসেন গত ২০ বছর ধরে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চেম্বার খুলে নিজেকে অর্থোপেডিক চিকিৎসক পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবার কোনো সনদপত্র নেই। তারপরও তিনি নিজেকে অর্থোপেডিক ডাক্তার পরিচয় বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র লিখে দিতেন।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় প্ল্যাটফর্মকে বলেন, ‘অভিযুক্ত মোশারফ হোসেন কোনোমতেই রোগীর ব্যবস্থাপত্র লিখতে পারেন না। তিনি মেডিক্যাল আইন লঙ্ঘন করে এই কাজগুলো করে আসছিলেন।’
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানিয়েছেন, ‘ভুয়া ডাক্তার মো. মোশারফ হোসেনের চিকিৎসক হিসেবে কোনো ধরনের নিবন্ধন না থাকা সত্বেও দীর্ঘ দিন ধরে চিকিৎসা করে আসার অভিযোগের প্রেক্ষিতে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’
প্ল্যাটফর্ম/এমইউএএস