প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন ২০২০, সোমবার
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম মুকুট (৫০)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন। 

ডা. জাহাঙ্গীর আলম মুকুট ঢাকা মেডিকেল কলেজের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন (হার্ট এট্যাক) হওয়ায় তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. জাহাঙ্গীর আলম মুকুটের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছে।

