রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অডিও ও ভিডিও রেকর্ড রাখার নির্দেশ দেয়া হয়েছে। ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অধ্যাপক ডা. অজয় দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয় হতে পরিচালিত সকল লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কক্ষ সমূহে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সার্বক্ষনিক নিবিঢ় পর্যবেক্ষনের জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে অডিও সুবিধা ও সর্বোচ্চ রেজুলেশন ক্ষমতা সম্পন্ন আই.পি সেট-আপ সিসি টিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা প্রদান করা হইলো। উক্ত বিষয়ে দ্রুত সময়ের মধ্যে সিসি টিভি ক্যামেরা স্থাপন ও ক্যামেরা পর্যবেক্ষনের পূর্ণ স্বত্ত্ব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে প্রেরণের বিষয়ে সহযাগীতা কামনা করছি।
প্ল্যাটফর্ম/
