শনিবার, ১০ মে, ২০২৫
চট্টগ্রামে একইসাথে ছয় নবজাতকের জন্ম হয়েছে। নগরীর ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রামে গাইনি বিশেষজ্ঞ ডাঃ নাজনিন সুলতানা লুলুর তত্ত্বাবধানে তাদের জন্ম হয়।
জানা গেছে, ছয় নবজাতকের মা- মরিয়ম বেগম ও বানা -নুর মোহাম্মদ কক্সবাজারে ঈদগাঁর বাসিন্দা।
এখনো পর্যন্ত ছয় নবজাতকই সুস্থ আছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার।