১২ নভেম্বর ২০১৯
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের অধ্যাপক ডা. মান্নান তালুকদার গতকাল ১১ নভেম্বর ২০১৯ সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।

অধ্যাপক ডা. মান্নান তালুকদার ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ১ম ব্যাচের ছাত্র।
			  
		  
		  	 
	
		            					
				
				
					
										
					
					Tue Nov 12 , 2019
						
					১২ নভেম্বর ২০১৯ পটুয়াখালী জেলার প্রতিটি মেডিকেল ও ডেটাল স্টুডেন্টদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরী এবং পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও জনকল্যাণমুখী কাজের একটি প্লাটফর্ম তৈরী করার লক্ষে গত অক্টোবর মাসের ৩১ তারিখ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), পটুয়াখালী জেলা শাখার পৃষ্ঠপোষকতায় পটুয়াখালী জেলা সদরে গঠিত হল ”মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ পটুয়াখালী“। […]