প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন ২০২০, সোমবার
কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রখ্যাত এনেস্থেটিস্ট ডা. সাখাওয়াত হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।

ডা. সাখাওয়াত হোসেন, এমবিবিএস, ডিএ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতাল এবং ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে এনেস্থেসিওলজির কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনি ল্যাবএইড হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করেছিলেন। সেখানে আইসিইউ তে আজ সকাল সাড়ে আটটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কোভিড-১৯ এ এখন পর্যন্ত দেশে ২২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার জন।


