কর্তব্যরত ডাক্তারকে অকথ্য ভাষায় হুমকি এসআই এর

13

নাটোরের লালপুর থানার এক উপ-পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে বিবস্ত্র করার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় ওই এসআইয়ের শাস্তির দাবিতে চিকিৎসকরা রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন।
ওই ঘটনায় এসআই প্রশান্ত কুমারকে সদর থানায় তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে।

লালপুর থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, উপ পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার শনিবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মেজবাহুর রহমানকে একটি মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে ফোন করেন।
ফোনে কথোপকথনের এক পর্যায়ে এসআই প্রশান্ত ডা. মেজবাহুরকে বলেন- “আপনাকে নেংটা করে ঘুরাব। আপনার গুষ্টি উদ্ধার করব।”

এই বক্তব্যটি ওই চিকিৎসক মোবাইল ফোনে ধারণ করেন এবং তার সিডি কপি করে রোববার নাটোরের পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।
তিনি এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদনও করেন।
লালপুর থানার ওসি রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং এসআই প্রশান্তকে নাটোর সদর থানায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে বলে জানান।

ডা. মেজবাহুর রহমান বলেন, “একজন এসআই বিনা অপরাধে আমার মতো একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে উলঙ্গ করার হুমকি দিয়েছেন। এর জন্য তাকে শাস্তি না দিয়ে অপেক্ষাকৃত বড় থানায় বদলি করা হলো।”
এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, প্রশান্তর বয়স অল্প। রাগের মাথায় খারাপ কথা বলে ফেলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাই তাকে তাৎক্ষণিক বদলির আদেশ দিয়ে চিকিৎসকদের প্রতি সম্মান দেখিয়েছেন।
“এটাকে দণ্ড হিসেবে দেখতে হবে, কারণ পরিবারপরিজন নিয়ে তাৎক্ষণিক বদলি হওয়াটা বেশ কষ্টের,” বলেন ওসি।

তথ্যসূত্র: bdnews24.com

13 thoughts on “কর্তব্যরত ডাক্তারকে অকথ্য ভাষায় হুমকি এসআই এর

  1. Oi bainchot s.I k dhore baindha dekhe sp sahebk khobor deoa dorkar silo.shalar s.I akta 2nd class officer….how dare he is to insult a 1st class officer!!!!!!!!

  2. মানসম্মন নিয়া বাচতে বাচতে হলে বাংলাদেশকে গুডবাই বলতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

সন্ধানী ফ.মে.ক. ইউনিট কতৃক বিশ্ব রক্তদাতা দিবস পালিত

Sun Jun 14 , 2015
আজ ১৪ ই জুন ২০১৫ ইং, রোববার,বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট কতৃক ফরিদপুর প্রেসক্লাব এ “স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান ” আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান টি সকাল ৯ ঘটিকায় উদ্ভোদ্বন করেন ফরিদপুর জেলার সিভিলসার্জন ডাঃ আসিত রঞ্জন দাস, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ডাঃ গনপতি বিশ্বাস […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo