আসুন বগুড়া মেডিকেল কলেজ ছাত্র শাকিলের সাহায্যের জন্য বাড়িয়ে দেই হাত

গল্প বলি, এক দেশে এক রাজার গল্প।

এই রাজার স্বর্ণ দিয়ে বানানো সিংহাসন ছিলনা। রাজ্যের মধ্যখানে রাজবাড়ি বানানো হয়নি। নাচ গানের আসর বসানো হত না রাজ দরবারে। অবসরে সৈন্য বাহিনী নিয়ে হরিণ শিকার করতে যাবার সখ বা সামর্থ্য ছিল না। সেই রাজার ছিল শুধু একজন রাজকুমার;

সত্যিকারের রাজকুমার

তবারক হোসেন শাকিল। এই রাজকুমার নিজের মেধা দিয়ে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। লক্ষ্যটা হল একবার শুধু ডাক্তার হয়ে যাই, দেখব রাজ্যে গরীব-দুঃখী চিকিৎসা কিভাবে না হয়। মেডিকেলে পড়ার সময়(২০১৩ সাল) হেপাটোলিথিয়াসিস নামক এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয় এই ছেলে। সুস্থ চিন্তার রাজকুমার হারাবে না। সহপাঠীরা মিলে চিকিৎসার জন্যে ৫০ লক্ষ্ টাকা সংগ্রহ শুরু করল। কিছু টাকা সংগ্রহ হল, এরপর

হুট করে সব থেমে গেল

না, রাজকুমার হারিয়ে যায়নি। গল্প শুরু হয়েছিল যেই রাজাকে নিয়ে, তিনি হারিয়ে যান। মানুষের জীবন কতটা এলোমেলো হতে পারে ভাবতে পারবেন না। মরনব্যধি নিয়ে জীবনটা আটকে ছিল, ; যিনি বেচে থাকার অনুপ্রেরণা; তিনি নেই হয়ে গেলেন। কষ্টটা সহ্যের অতিরিক্ত হয়ে গেল। তবুও বেচে থাকতে হয়,

মা বলে একটা শব্দ আছে

বাবা মারা যাবার পর চিকিৎসা এবং টাকা সংগ্রহ থেমে যায়। এখন অবস্থার অবনতি এতটাই হয়েছে, অতি দ্রুত লিভার প্রতিস্থাপন করা প্রয়োজন। এই ছেলে বেচে থাকার জন্যে তিনটি জিনিস প্রয়োজন। লিভার, টাকা এবং মানুষের ভালোবাসা।

মানুষের ভালোবাসা সবসময় নিয়ে এসেছে এই ছেলে।

লিভার দেয়ার জন্যে ‘মা’ প্রস্তুত।

আমাদের শুধু প্রয়োজন ৫০ লক্ষ টাকা।

খোদা মানুষকে কষ্ট দেন। সেই কষ্ট দূর করার জন্যে পৃথীবিতে ‘ভালো’ শব্দ নিয়ে বেচে থাকা কিছু মানুষ পাঠিয়ে দেন। এখন প্রয়োজন সেই মানুষগুলো শাকিলের পাশে দাঁড়ানো ।

আসুন না সবাই শাকিলের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি।

, আমাদের একটু সদিচ্ছা, একজন ভবিষ্যৎ মেধাবী ডাক্তারের জীবন বাঁচাতে পারে । (Please pray & pay for Shakil)
14639732_1244780575568098_7209387850982107541_n 14724599_1698168117177416_3461824843707343344_n
For online Donation- https://goo.gl/forms/KLlKa8L5nRyGtAeS2
ডিবিবিএল হিসাব: মোহাম্মদ তবারক হোসেন, ১৪৩.১০১.০০৬৪৩০৪
বিকাশঃ ০১৭৫৬৪৭৭০৮৮ (ডিবিবিএল মো ব্যাংকিং এ শেষে 0 যোগ করতে হবে)
যোগাযোগেঃ
জাফ্রি আহাম্মেদ, বগুড়া মেডিকেল কলেজ- ০১৬৭২৩৩৫১৫২
যুবায়ের ইবনে খায়ের, সিলেট মেডিকেল কলেজ- ০১৬৩০৪৪৭৮৩৩
আলতাফ হোসেন, মিরেরসরাই- ০১৮৪৩৮০৭৯৭৯
শিমুল ভৌমিক, ঢাকা- ০১৮১১২৭২৫৫৭
মোঃ নাজমুল হুদা- ০১৬৭৩৩৯৪৭০৫

For online Donation- https://goo.gl/forms/KLlKa8L5nRyGtAeS2

তথ্য ঃ মীর শওকত নেওয়াজ নিরব, প্ল্যাটফর্ম প্রতিনিধি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

3 thoughts on “আসুন বগুড়া মেডিকেল কলেজ ছাত্র শাকিলের সাহায্যের জন্য বাড়িয়ে দেই হাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

ডিএমসি এর ছাত্রদের পরিচালিত নাটক চ্যানেল আইতে আজ বিকেল তিনটায়

Fri Nov 11 , 2016
সংবাদদাতাঃ বনফুল রায় ঢাকা মেডিকেল কলেজের ছাত্র রাগিব শাহরিয়ার ও নাসের শায়েম এর পরিচালিত ও অভিনীত নাটক ‘ এ জার্নি টু বাস’ প্রচারিত হবে চ্যানেল আইতে শুক্রবার (১১ নভেম্বর) বিকেল তিনটায়। তারা জানান, গল্পে হাসান ও অধরা দু’জনই সদ্য এমবিবিএস পাশ করেছে। একসঙ্গে পড়া ও ইন্টার্নি করতে গিয়ে সখ্য গড়ে ওঠে […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo