বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে ও নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের উল্লেখ করে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি কর্ম কমিশন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ১৩৩১ জন ও ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নিয়োগ দেয়া হবে।
এ দিকে গতকাল বুধবার ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।
গত ৯ মে ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।
বিজ্ঞাপ্তি দেখুন এখানে BCS_47_ Advertisement
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী।