প্ল্যাটফর্ম নিউজ, ২০ মে ২০২০, বুধবার:
পবিত্র রমজান ও ইদুল ফিতরকে সামনে রেখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকল প্রকার ব্যবসায় প্রতিষ্ঠান ও বিপণী বিতান খুলে দিয়েছিলো ময়মনসিংহ প্রশাসন।
তবে কোভিড- ১৯ সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেখা যায় যে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতারা যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করছে না। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।
গত সোমবার (১৮ মে) প্রকাশিত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়,স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেয়া হলো। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচাবাজার, ঔষধের দোকান ও জরুরী পরিসেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম