বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অক্সিজেন ব্যবহারের ও কোভিড-১৯ সম্পর্কিত পরীক্ষার মূল্য নির্ধারণ

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

মহামান্য হাইকোর্টের নির্দেশনাক্রমে এবং মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বেসরকারি হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টার সমূহে অক্সিজেন ব্যবহারের (user fee) এবং কোভিড-১৯ সম্পর্কিত পরীক্ষার মূল্য নির্ধারিত করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা হতে এ সংক্রান্ত মূল্য তালিকা প্রকাশ করা  হয়।

নির্দেশনায় দেখা যায়, একক অক্সিজেন সিলিন্ডার ও মেনিফোল্ড অক্সিজেন সিস্টেমে দৈনিক (প্রতি ২ থেকে ৫ লিটার প্রতি মিনিট হিসাবে) দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১১৪ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ১২৫ টাকা। বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ১৪১ টাকা। ১০ থেকে ১৫ লিটার হিসাবে প্রতি মিনিট অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ১৫০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ১৬৪ টাকা।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (জেনারেটর বেইজড) প্রতি ২ থেকে ৫ লিটার প্রতি মিনিট হিসাবে দৈনিক ব্যবহারের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১৫০ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩০০ টাকা। বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ৩২১ টাকা এবং ১০ থেকে ১৫ লিটার প্রতি মিনিট হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩৫০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ৩৮০ টাকা।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (লিকুইড অক্সিজেন ট্যাংক বেইজড) প্রতি ২ থেকে ৫ লিটার হিসাবে প্রতি মিনিটের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। যার প্রস্তাবিত মূল্য ছিল ১৪০ টাকা। প্রতি মিনিট ৬ থেকে ৯ লিটার হিসাবে অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ২৫০ টাকা। বিভিন্ন খরচ ও লাভসহ যার প্রস্তাবিত মূল্য ছিল ২৭১ টাকা। ১০ থেকে ১৫ লিটার প্রতি মিনিট অক্সিজেনের দাম নির্ধারণ হয়েছে ৩০০ টাকা, যার প্রস্তাবিত মূল্য ছিল ৩২৫ টাকা।

এছাড়া, হাইফ্লো নেজাল ক্যানুলাসহ সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ৬০ থেকে ৮০ লিটার প্রতি মিনিট হিসাবে এক জন রোগীর এক দিনের ব্যবহৃত অক্সিজেনের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

এছাড়াও, কোভিড-১৯ সম্পর্কিত প্রয়োজনীয় কিছু পরীক্ষার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মূল্য এবং স্থিরকৃত সর্বোচ্চ মূল্যের তালিকাও প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মূল্য তালিকা হিসেবে CBC( ৪০০-৬০০) টাকা, CRP(৬০০-৯০০) টাকা, LFT(৯৫০-১৬০০)টাকা, S.  Creatinine(৩০০-৬৫০)টাকা, S. Electrolyte(৮৫০-১৪৫০)টাকা, D. Dimer(১১০০-৩২০০)টাকা, S.Ferritin(১০০০-২২০০)টাকা, S.Pro-calcitonin(১৫০০-৪৫০০) টাকা, CT Scan Chest(৫০০০-১৩০০০)টাকা, Analogue Chest x ray(৩০০-৫০০)টাকা এবং Digital Chest x ray এর জন্য (৫০০-৮০০) টাকা নির্ধারণ করা হয়।

স্থিরকৃত সর্বোচ্চ মূল্য হিসাবে CBC এর ক্ষেত্রে ৪০০ টাকা, CRP ৬০০ টাকা, LFT ১০০০ টাকা, S. Creatinine ৪০০ টাকা, S. Electrolyte ১০০০ টাকা, D. Dimer ১৫০০ টাকা, S.Ferritin ১২০০ টাকা, S.Pro- calcitonin ২০০০ টাকা, CT Scan-Chest ৬০০০ টাকা, Analogue Chest x ray ৪০০ টাকা এবং Digital Chest x ray এর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়।
উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সকল বেসরকারি হাসপাতাল এবং ডায়গনস্টিক সেন্টারে উক্ত মূল্য কার্যকর এবং দৃশ্যমানভাবে টাঙানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

হৃদিতা রোশনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

পিএসসির সদস্য হলেন অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা

Thu Jan 21 , 2021
প্ল্যাটফর্ম নিউজ, ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার আজ ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক আদেশে বলা হয় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা। সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ডা. কুমার সাহাকে অন্যান্য প্রতিষ্ঠানের […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo