বুধবার (২৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জের নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাদার সুধীর গোমেজ। পরে দিনভর চলে চিকিৎসাসেবা প্রদান। ডা. এম নুরুল ইসলাম, ডা. মাহমুদুর রহমান রকি, ডা. জয়ন্ত কুমার রায়, ডা. সায়েম রেজা, ডা. শাকিলা রশীদ, ডা. জান্নাত আরা খান রোগীদেরকে বিনামূল্যে সেবা দেন। এছাড়া, মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্য সৈকত দাশ,পিন্টু কুমার দাশ, সৃজন তীর্থ রায়, অসীত রায়, নিবিড়, মাজহারুল ইসলাম চয়ন, শাম্মী, অনিন্দ্য রায় অন্তু,মিঠু কুমার দাশ,বনবীর রক্তিম, সাইকী ইসলাম, বন্যা তালুকদার, আহমেদ রুবেল, সাদিকুর তানভীর, সালমান আহমেদ, আলাল খান, রুবেল আহমেদ ও তানভীর আহমদ এসময় উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে সৈকত দাশ প্ল্যাটফর্মকে জানান, ফ্রি হেলথ ক্যাম্পে ৫১৭ জন রোগী সেবা নিয়েছেন। রোগীদের মধ্যে বিনামূল্যে ৬১ হাজার টাকার ঔষধও বিতরণ করা হয়েছে।

সংবাদদাতা:সৈকত দাশ ৫ম বর্ষ,কুমিল্লা মেডিকেল কলেজ

