১৪ এপ্রিল, ২০২০
প্ল্যাটফর্ম নিউজ: দেশব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে পেছানো হল জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম।
মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২০) বিসিপিএসের (বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস) অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী জুলাই ২০২০ সেশনে অনুষ্ঠিতব্য এফসিপিএস ১ম পর্ব, প্রিলিমিনারি এফসিপিএস ২য় পর্ব, এফসিপিএস ২য় পর্ব (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহনের নিমিত্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম নিয়মানুযায়ী ১৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও দেশব্যাপী করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের ফলে উদ্ভুত পরিস্থিতিতে তা যথাসময়ে শুরু করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এ ব্যাপারে সকলকে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকা অনুসরনের জন্য অনুরোধ জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি