সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
সরকারি মেডিকেল কলেজগুলোর আসন ২৮০টি কমানো হলেও নতুন করে আরেকটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, নতুন মেডিকেল কলেজ অনুমোদনসহ আসন্ন এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নিয়ে নানা বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্যমতে, নতুন এই মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ৫০ জন শিক্ষার্থী নিয়ে এই মেডিকেলের কার্যক্রম শুরু হবে।
প্ল্যাটফর্ম/
