বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৯১৯ জন চিকিৎসকের নিয়োগের বিষয়ে করা আবেদন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি ঐ চিকিৎসকদের ‘সহকারী সার্জন’ পদে নিয়োগে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং নতুন কোনো নিয়োগের আগে কেন তাদের নিয়োগ প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
৪২তম বিসিএস (বিশেষ) এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে সুপারিশবঞ্চিত ১৯১৯ জনের মধ্যে ‘সহকারী সার্জন’ পদে নিয়োগের জন্য ৩০৪ জন হাইকোর্টে রিট করেন। এর আগে গত ১৮ আগস্ট নিয়োগ প্রদানের অনুরোধ জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর দরখাস্ত দায়ের করা হয়।
রিটকারীদের পক্ষে শুনানি করেন করেন ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন। তিনি গণমাধ্যমকে বলেন, “এই রিটকারীরা ইতিমধ্যে সব পরীক্ষায় সফল হয়ে তাদের উপযুক্ততা প্রমাণ করেছেন। যেহেতু শুধু পদ স্বল্পতার কারণে নিয়োগ পাননি কিন্তু বর্তমানে বহু পদ শূন্য রয়েছে, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে ও জনস্বার্থে দ্রুততম সময়ে তাদের নিয়োগ দিয়ে পরবর্তীকালে বাকি পদে নতুন বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া যেতে পারে”।
প্ল্যাটফর্ম/