সোমবার, ২৬ মে, ২০২৫
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিক্রিয়া! সজীব বাড়ৈ কি ন্যায্য বিচার পাবে?- এমন প্রশ্ন সারাদেশের সকল চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মনে। শেরেবাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) সজীব বাড়ৈ এর অকালপ্রয়াণের পর ডা. কাজী মো. আসাদুজ্জামান, লেকচারার, মাইক্রোবায়োলজি-কে নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা এককথায় ভয়াবহ।

প্ল্যাটফর্মের অনুসন্ধানে এতটুকু স্পষ্ট যে, শিক্ষার্থীদের প্রচন্ড মানসিক নিপীড়নের মধ্যে রাখতেন তিনি। এ বিষয়ে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সুস্পষ্ট দাবি –
১. তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেয়া; কেবল বদলি কোন সমাধান নয়।
২. দ্রুত তদন্তকাজ সমাধান করা ও তদন্ত রিপোর্ট না আসা অবধি তাকে সাসপেনশনে রাখা।
৩. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সকল মেডিকেল কলেজে স্টুডেন্ট সহায়তা কেন্দ্র সক্রিয়ভাবে চালু করা।
গতকাল (২৫ মে) শেবাচিম প্রশাসন মোটামুটি একটা পদক্ষেপ গ্রহণ করেছেন। প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সাথে কথা বলা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে তিনি এ বিষয়ে অবগত এবং এ বিষয়ে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্ল্যাটফর্ম বিশ্বাস করছে, খুব দ্রুত এ বিষয়ে স্পষ্ট পদক্ষেপ দেখতে পারব আমরা।
প্ল্যাটফর্ম/