বুধবার, ২৭ আগষ্ট, ২০২৫
বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে ৪৮তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরাম।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের আহ্বায়ক ডা. গোলাম সামদানী ও ডা. রাশেদ। এসময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য পড়ে আছে, যার ফলে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই সংকট কাটাতে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে ২ হাজার ৭০০ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে।
তবে বক্তারা উল্লেখ করেন, ৪৫ ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী ৪৮তম বিসিএসেও উত্তীর্ণ হয়েছেন। একইসঙ্গে ৪৭তম বিসিএসের কার্যক্রমও চলমান। ফলে ভবিষ্যতে ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসের (মোট ৩৪৯৩ পদে) চূড়ান্ত ফল প্রকাশিত হলে, ওইসব প্রার্থী সিনিয়রিটি ও পদোন্নতির সুবিধার কারণে সংশ্লিষ্ট বিসিএসে যোগদান করবেন। এতে ৪৮তম বিশেষ বিসিএসের অনেক পদ শূন্য হয়ে পড়বে এবং চিকিৎসক সংকট কাটবে না। তাই অতিরিক্ত চিকিৎসক নিয়োগ জরুরি।
ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, এর আগে রাষ্ট্রীয় প্রয়োজনে ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএসে নির্ধারিত সংখ্যার বাইরে প্রায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই দৃষ্টান্ত অনুসরণ করে এবারও যদি ৪৮তম বিশেষ বিসিএসে অতিরিক্ত ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়, তবে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার অচলাবস্থা অনেকাংশে নিরসন হবে।